/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/encounter-7-1.jpg)
সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই। প্রতীকী ছবি
জম্মু-কাশ্মীরে আবারও জঙ্গি দমন করল সেনা। বৃহস্পতিবার সকালে ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তেজনা ছড়ায় উপত্যকায়। এদিন সোপিয়ানে গুলির লড়াইয়ে কমপক্ষে ৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও ওই এলাকায় গুলির লড়াই চলছে। এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
Shopian: 3 terrorists killed in an encounter between terrorists & security forces in Keller area. Weapons also recovered. Operation in progress. CRPF, Army & J&K police had launched a joint operation in the early hours today.#JammuAndKashmir (visuals deferred by unspecified time) pic.twitter.com/dZpwwhxzBh
— ANI (@ANI) March 28, 2019
#UPDATE: Three terrorists eliminated following the encounter between terrorists and security forces in Keller area of Shopian district. Weapons also recovered. Operation in progress. CRPF, Army and J&K police had launched a joint operation. #JammuAndKashmirhttps://t.co/LROBRWPc16
— ANI (@ANI) March 28, 2019
আরও পড়ুন, পাক মর্টার হামলায় কাশ্মীরে ফের নিহত জওয়ান
উল্লেখ্য, গত ২২ মার্চ উপত্যকায় ৪টি আলাদা এনকাউন্টারে মোট ৯ জনের মৃত্যু হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিহতদের মধ্যে ছিল ৮ জঙ্গি ও এক নাবালক। সেদিন উত্তর কাশ্মীরেই তিনটি গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। সেদিনও দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার হয়। পরে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, সোপোর, সোপিয়ান ও বারামুলায় তিনটি এনকাউন্টারে যে ৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে, তাদের সঙ্গে জৈশ-এ-মহম্মদের যোগ রয়েছে।
Read the full story in English