জম্মু-কাশ্মীরে আবারও জঙ্গি দমন করল সেনা। বৃহস্পতিবার সকালে ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তেজনা ছড়ায় উপত্যকায়। এদিন সোপিয়ানে গুলির লড়াইয়ে কমপক্ষে ৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও ওই এলাকায় গুলির লড়াই চলছে। এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন, পাক মর্টার হামলায় কাশ্মীরে ফের নিহত জওয়ান
উল্লেখ্য, গত ২২ মার্চ উপত্যকায় ৪টি আলাদা এনকাউন্টারে মোট ৯ জনের মৃত্যু হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিহতদের মধ্যে ছিল ৮ জঙ্গি ও এক নাবালক। সেদিন উত্তর কাশ্মীরেই তিনটি গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। সেদিনও দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার হয়। পরে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, সোপোর, সোপিয়ান ও বারামুলায় তিনটি এনকাউন্টারে যে ৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে, তাদের সঙ্গে জৈশ-এ-মহম্মদের যোগ রয়েছে।
Read the full story in English