আপনার আধার নম্বর, যা আপনার নাগরিকত্বের প্রমাণপত্র, UIDAI (Unique Identification Authority of India) ও কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত। UIDAI বায়োমেট্রিক এবং জনসংখ্যানের তথ্য তাদের ডাটাবেসে মজুত রেখেছে। গোটা ভারতেই বাধ্যতামূলক করা হয়েছে আধার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, সিম কার্ড পেতে, বা যে কোনো ক্ষেত্রেই প্রয়োজন আধার নম্বর। কিন্তু সেই আধার কার্ডে যদি তথ্য ভুল থাকে তাহলে বড় সমস্যায় পড়তে পারেন আপনি।
আধারে থাকে ডেমোগ্রাফিক নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা, বায়োমেট্রিক তথ্যের ক্ষেত্রে দশ আঙ্গুলের ছাপ, দুই আইরিস স্ক্যান, এবং মুখের ছবি, ফোন নম্বর এবং মেইল আইডি। যদি এই তথ্যের পরিবর্তন করার দরকার হয় তাহলে তার যথাযথ প্রমাণপত্র নিয়ে নিকটবর্তী আধার এনরোলমেন্ট কেন্দ্রে চলে যান। সেখানেই সামান্য খরচে আপডেট হয়ে যাবে আপনার আধার কার্ড।
আরও পড়ুন: আধার এবং প্যান কার্ডে তথ্য ভুল? জেনে নিন কী করবেন
আধার এনরোলমেন্ট ও প্রয়োজনীয় বায়োমেট্রিক আপডেট করতে টাকা লাগবে না। ডেমোগ্রাফিক আপডেটে খরচ ৫০ টাকা, সঙ্গে জিএসটি যোগ হবে। অন্যান্য বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রেও লাগবে ৫০ টাকা। আধারের কেওয়াইসি সহ অন্যান্য আপডেটের জন্য খরচ করতে হবে ৩০ টাকা, সঙ্গে জিএসটি।
অধিকাংশ ক্ষেত্রেই নামের বানান, জন্মতারিখ, অথবা আপনি যদি ঠিকানা বদলে ফেলেন, সেক্ষেত্রে সঠিক ঠিকানা আপডেট করার প্রয়োজন হয়। এখন আধার কার্ডে এই ধরণের বিষয় বদলানোর প্রয়োজন থাকলে তা বাড়িতে বসে সহজেই অনলাইনে আপডেট করে ফেলুন। আপনার নতুন ঠিকানাটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপডেট করতে পারেন। রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে UIDAI এর সাইটে ঢুকে আপডেট করে নিন। অবশ্যই প্রথমে লগ ইন করতে হবে।
আপনার যদি বৈধ ঠিকানার প্রমাণপত্র না থাকে, তবে আপনি এখনও ইউআইডিএআই দ্বারা প্রেরিত ঠিকানা যাচাইকরণের সহায়তায় আপনার ঠিকানা অনলাইনে আপডেট করতে পারেন। তবে শুধুমাত্র আধার ধারকের ঠিকানাই অনলাইনে সংশোধন বা আপডেট করা যাবে। বাকি কোনোরকম সংশোধনের জন্য আপনাকে যেতে হবে আধার কেন্দ্রে।