নয়া করোনাভাইরাসের দাপটে ব্রিটেন একেবারে বিপর্যস্ত। সংক্রমণের প্রাবল্যে ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্যপরিকাঠামো। এই নিয়ে তৃতীয়বারের জন্য মঙ্গলবার থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হল ব্রিটেনে। পরিস্থিতির কথা বিচার করেই প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হয়ে ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, "প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। এ মাসের শেষের দিকে ভারত সফরে আসার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেটি বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশজুড়ে এখন লকডাউন জারি হয়েছে। যে হারে বেড়ে চলেছে করোনা এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী স্থির করেছেন তিনি ব্রিটেন ছেড়ে কোথাও যাবেন না। এই ভাইরাসের মোকাবিলা করতে দেশে থাকা তাঁর প্রয়োজন।"
আরও পড়ুন, আগামী সপ্তাহ থেকেই শুরু গণ টিকাকরণ, প্রস্তুত ভারত
ব্রিটেন সরকারের তরফে এও জানান হয়, "প্রধানমন্ত্রী বরিস জনসন আশা করছেন ২০২১ সালের প্রথমার্ধের কোনও এক সময় তিনি ভারত সফরে আসতে পারবেন।" জানা গিয়েছে দুই রাষ্ট্রনেতাই তাঁদের 'কথা রাখার' বিষয়টি নিয়ে কথা বলেছেন। ভারত-ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর দুই দেশই।
আরও পড়ুন, ঘাতক হয়ে উঠেছে করোনার নয়া স্ট্রেন, ব্রিটেনে ফের লকডাউন জারি
ভারত সরকারের তরফে এই খবরের নিশ্চয়তা জানিয়ে বলা হয়েছে, "বরিস জনসন প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে দুঃখপ্রকাশ করেছিলেন না আসতে পারা নিয়ে। ব্রিটেনে যেভাবে করোনা অতিমারীর প্রাবল্য বেড়েছে সেই প্রেক্ষাপটে এই সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন