Advertisment

করোনা-যুদ্ধে ভারতকে স্যালুট রাষ্ট্রসংঘের

''এই পরিস্থিতিতে সমস্ত দেশের উচিত অন্য় দেশকে সাহায্য় করা। সেসব দেশকে স্য়ালুট জানাই আমরা, যারা এ কাজ করছে''।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস, কোভিড ১৯, রাষ্ট্রসংঘ, covid 19, coronavirus pandemic, united nations coronavirus, antonio guterres, antonio guterres on coronavirus, হাইড্রক্সিক্লোরোকুইন, hrdroxychloroquine, us coronavirus, india coronavirus, indian express bangla news

রাষ্ট্রসংঘের মহাসচিব। ছবি:ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনা-যুদ্ধে ভারতের প্রশংসা করল রাষ্ট্রসংঘ। অতিমারী দমনের লড়াইয়ে যেসব দেশ অন্য় দেশকে সাহায্য়ের জন্য় হাত বাড়িয়ে দিয়েছে সেই সব দেশকে স্য়ালুট জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেজ। করোনা পরিস্থিতিতে অন্য়ান্য় দেশকে যেভাবে ওষুধ ও সামগ্রী পাঠাচ্ছে ভারত, তাতে রাষ্ট্রসংঘের মহাসচিবের কী প্রতিক্রিয়া, এ প্রশ্নের জবাব দিতে গিয়েই মহাসচিবের মুখপাত্র ওই কথা জানিয়েছেন।

Advertisment

শুক্রবার সাাংবাদিক বৈঠকে রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ''এই পরিস্থিতিতে সমস্ত দেশের উচিত অন্য় দেশকে সাহায্য় করা। সেসব দেশকে স্য়ালুট জানাই আমরা, যারা এ কাজ করছে''।

উল্লেখ্য়, করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা তুঙ্গে। হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে ভারতের কাছে আর্জি জানিয়েছে আমেরিকা-সহ একাধিক দেশ। ক'দিন আগেই এই ওষুধ না দিলে ভারতকে রীতিমতো হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারতের থেকে হাইড্রক্সিক্লোরোকুইন পেয়ে মোদীর দরাজ প্রশংসা করেছেন ট্রাম্প।

আরও পড়ুন: ১৪,৩৭৮ পজিটিভ কেসের মধ্য়ে ৪,২৯১টিরই তবলিঘি যোগ: স্বাস্থ্য় মন্ত্রক

হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানির নিষেধাজ্ঞা ভারত প্রত্য়াহার করতেই আন্তর্জাতিক বাজারে এর চাহিদা আকাশ ছুঁয়েছে। করোনা বিধ্বস্ত ৫৫টি দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করছে ভারত। ইতিমধ্য়েই আমেরিকা, মরিশাসে তা পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আফগানিস্তান, ভূটান, বাংলাদেশ, নেপাল, মলদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলিকেও হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাচ্ছে নয়া দিল্লি।

এছাড়া জিম্বাবোয়ে, উগান্ডা, নাইজের, মালি, কঙ্গো, মিশর, আর্মেনিয়া, কাজাখাস্তান, ইকুয়েডর, জামাইকা, সিরিয়া, ইউক্রেন, ফ্রান্স, জর্ডন, কেনিয়া, নেদারল্য়ান্ডস, নাইজেরিয়া, ওমান, পেরুর মতো দেশগুলিকেও হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাচ্ছে ভারত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news coronavirus
Advertisment