Advertisment

Union Budget 2019 Highlights: গৃহঋণে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, ঘোষণা নির্মলা সীতারমণের

Budget 2019 Updates, Impact on Share Market: ধনীদের করের বোঝা বাড়ছে। ২ থেকে ৫ কোটি টাকা বার্ষিক আয়ে সারচার্জ বাড়ানো হল। ৩ শতাংশ থেকে বেড়ে সারচার্জ করা হল ৭ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
nirmala sitharaman psu bank merger

নির্মলা সীতারমণ। ছবি: নীরজ প্রিয়দর্শী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

Union Budget 2019-20 Updates: ৪৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। গৃহধৃণের সুদে ছাড় ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩.৫ লক্ষ করা হল। প্যান কার্ড না থাকলেও আধার কার্ড দিয়ে করা যাবে আয়কর রিটার্ন, জানালেন নির্মলা সীতারমণ। ধনীদের করের বোঝা বাড়ছে। ২ থেকে ৫ কোটি টাকা বার্ষিক আয়ে সারচার্জ বাড়ানো হল। ৩ শতাংশ থেকে বেড়ে সারচার্জ করা হল ৭ শতাংশ, ইন্দিরা গান্ধীর পর প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পাঠ করে জানালেন নির্মলা সীতারমণ। Read the full story in English

Advertisment

বাজারে আনা হবে ২০ টাকার নতুন কয়েন। এছাড়াও ১টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার নতুন কয়েন আনা হবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘‘গত ৫ বছরে কর ক্ষেত্রে অনেক সংস্কার করা হয়েছে। ৫৫ বছর লেগেছে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছোতে। আমাদের লক্ষ্য ১০ বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছানো’’। অনাবাসী ভারতীয়দের জন্যও দেওয়া হবে আধার কার্ড, বাজেট পেশ করতে গিয়ে বললেন নির্মলা সীতারমণ। অন্যদিকে, গান্ধীবাদের প্রচারের জন্য এবার ‘গান্ধীপিডিয়া’, ২ অক্টোবরের মধ্যে ‘গান্ধীপিডিয়া’ করা হচ্ছে, ঘোষণা নির্মলা সীতারমণের।দেশজুড়ে একই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আরও জোর দেওয়া হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের ব্যবস্থা করা হচ্ছে, এতে উপকৃত হবেন, ৩ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

বাজেট পেশের আগে নয়া চমক নির্মলা সীতারমণের। ব্রিফকেস নয়, লাল শালুতে মুড়ে ‘বহি খাতা’ হাতে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে সীতারমণ বললেন, ‘‘এটা ভারতীয় ঐতিহ্য। পশ্চিমী দাসত্ব ঝেড়ে ফেলার প্রতীক এটা। এটা বাজেট নয়, বহি খাতা’’। সাধারণ বাজেটে কি মন ভরবে আমজনতার? কোন জিনিসের দাম বাড়বে? কোন জিনিসেরই বা দাম কমবে? বাংলার জন্য কী প্রাপ্তি মিলবে? তাকিয়ে গোটা দেশ।

Live Blog

Budget 2019 Updates: সাধারণ বাজেটে পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে, Follow the  Updates here



























15:38 (IST)05 Jul 19










































বাজেট নিয়ে কী বললেন জেটলি?

দেশের আর্থিক বৃদ্ধি আরও মজবুত হবে, বাজেট নিয়ে টুইট প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির।

15:13 (IST)05 Jul 19










































নয়া ভারত গড়তে পথ দেখাবে এই বাজেট, টুইট রাজনাথ সিংয়ের

14:50 (IST)05 Jul 19










































সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমণ

14:49 (IST)05 Jul 19










































সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমণ

14:18 (IST)05 Jul 19










































বাজেটকে স্বাগত জানালেন অমিত শাহ

দেশের উন্নয়নের দিশা দেখাবে এই বাজেট, কৃষকরা সমৃদ্ধ হবেন, টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

13:53 (IST)05 Jul 19










































বাজেট নিয়ে কী বললেন মোদী?

13:20 (IST)05 Jul 19










































কর্পোরেট সংস্থাকে স্বস্তি

যেসব কোম্পানির বার্ষিক লেনদন ৪০০ কোটি টাকা, তাদের ২৫ শতাংশ কর লাগবে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। এতে অনেকটাই স্বস্তিতে কর্পোরেট সংস্থারা।

13:14 (IST)05 Jul 19










































পেট্রোল-ডিজেলে সেস ঘোষণা সীতারমণের

পেট্রোল-ডিজেলে অতিরিক্ত ১ টাকা সেস, ঘোষণা নির্মলা সীতারমণের।

13:13 (IST)05 Jul 19










































২ থেকে ৫ কোটি টাকা বার্ষিক আয়ে সারচার্জ বৃদ্ধি

ধনীদের করের বোঝা বাড়ছে। ২ থেকে ৫ কোটি টাকা বার্ষিক আয়ে সারচার্জ বাড়ানো হল। ৩ শতাংশ থেকে বেড়ে সারচার্জ করা হল ৭ শতাংশ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

13:06 (IST)05 Jul 19










































ব্যাঙ্ক থেকে বছরে ১ কোটি টাকা নগদ তুললে টিডিএস লাগবে ২ শতাংশ

ব্যাঙ্ক থেকে বছরে ১ কোটি টাকা নগদ তুললে টিডিএস লাগবে ২ শতাংশ। ডিজিটাল পেমেন্টে কোনও চার্জ লাগবে না, ঘোষণা নির্মলা সীতারমণের।

13:03 (IST)05 Jul 19










































বিদ্যুৎচালিত গাড়িতে কমল জিএসটি

বিদ্যুৎচালিত গাড়িতে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

12:59 (IST)05 Jul 19










































গৃহঋণে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়

৪৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। গৃহধৃণের সুদে ছাড় ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩.৫ লক্ষ করা হল। প্যান কার্ড না থাকলেও আধার কার্ড দিয়ে করা যাবে আয়কর রিটার্ন, জানালেন নির্মলা সীতারমণ।

12:49 (IST)05 Jul 19










































বাজারে আসছে নয়া ২০ টাকার কয়েন

বাজারে আনা হবে ২০ টাকার নতুন কয়েন। এছাড়াও ১টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার নতুন কয়েন আনা হবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

12:42 (IST)05 Jul 19










































প্রত্যক্ষ কর বেড়েছে: সীতারমণ

সরকারের প্রত্যক্ষ কর বেড়েছে। বেড়ে হয়েছে ১১.৩৭ লক্ষ কোটি টাকা, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

12:38 (IST)05 Jul 19










































এনপিএ কমেছে: সীতারমণ

গত ১ বছরে ১ লক্ষ কোটি টাকার অনুৎপাদ সম্পদ বা এনপিএ কমেছে। সরকারি ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি টাকার মূলধন যোগান দেওয়া হচ্ছে। ৪ বছরে ৪ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ আদায় হয়েছে, জানালেন নির্মলা সীতারমণ।

12:21 (IST)05 Jul 19










































অনাবাসী ভারতীয়দেরও দেওয়া হবে আধার কার্ড

অনাবাসী ভারতীয়দের জন্যও দেওয়া হবে আধার কার্ড, বাজেট পেশ করতে গিয়ে বললেন নির্মলা সীতারমণ।

12:19 (IST)05 Jul 19










































বাজেট পেশের মধ্যেই নিম্নমুখী বাজার

বাজেট পেশের মধ্যেই শেয়ারবাজারে পতন। সেনসেক্স ৩৯, ৭৮৮.৬৫ পয়েন্টে, নিফটি ১১৮.৯৯ পয়েন্টে।

12:18 (IST)05 Jul 19










































নারীর ক্ষমতায়নে জোর: সীতারমণ

নারীর ক্ষমতায়নে আরও জোর দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ১ লক্ষ টাকা ঋণের সংস্থান করা হয়েছে, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

12:12 (IST)05 Jul 19










































স্টার্ট-আপের পাশে সরকার

স্টার্ট-আপের জন্য বিশেষ টিভি চ্যানেল আনবে সরকার। স্টার্টআপকে তুলে ধরতেই এই উদ্যোগ, ঘোষণা নির্মলা সীতারমণের।

12:11 (IST)05 Jul 19










































নয়া প্রকল্প ‘স্টাডি ইন ইন্ডিয়া’: সীতারমণ

দেশে নতুন শিক্ষানীতি চালু করা হবে। বিদেশি পড়ুয়াদের আনতে নয়া শিক্ষানীতি চালু করা হবে। ভারতকে করা হবে উচ্চশিক্ষার হাব। নয়া প্রকল্পের নাম ‘স্টাডি ইন ইন্ডিয়া’, ঘোষণা নির্মলা সীতারমণের

11:59 (IST)05 Jul 19










































গান্ধীবাদের প্রচারের জন্য গান্ধীপিডিয়া

গান্ধীবাদের প্রচারের জন্য এবার ‘গান্ধীপিডিয়া’, ২ অক্টোবরের মধ্যে ‘গান্ধীপিডিয়া’ করা হচ্ছে, ঘোষণা নির্মলা সীতারমণের।

11:57 (IST)05 Jul 19










































‘১ লক্ষ ২৭ হাজার কিমি রাস্তা তৈরি করা হবে’

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ১ লক্ষ ২৭ হাজার কিমি রাস্তা তৈরি করা হবে, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

11:45 (IST)05 Jul 19










































বিনিয়োগে জোর কেন্দ্রের

‘‘বিদেশি বিনিয়োগকারীদের লগ্নি আরও সরলীকরণ করা হবে। বিশ্বের বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলন করার প্রস্তাব জানাচ্ছি। বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিনিয়োগ বাড়বে। সংবাদমাধ্যমে এফডিআই বৃদ্ধি’’, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি আরও বলেন, ‘‘আরও ১.৯৫  কোটি নতুন বাড়ি তৈরি করা হবে। প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ, রান্নার গ্যাস পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। ২০২৪ সালের মধ্যে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করা হবে’’।

11:33 (IST)05 Jul 19










































বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করা হবে: কেন্দ্রীয় অর্থমন্ত্রী

দেশজুড়ে একই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করা হবে। বিদ্যুৎ গ্রাহণ আইনেও বদল করা হবে। অন্যদিকে, সাধ্যের মধ্যে বাসস্থান তৈরির ব্যবস্থাও করা হবে বলে এদিন জানান নির্মলা সীতারমণ।

11:31 (IST)05 Jul 19










































হলদিয়ায় পণ্য পরিবহণ টার্মিনাল: সীতারমণ

গঙ্গায় ৪ বছরে পণ্য পরিবহণ ৪ গুণ বেড়েছে। হলদিয়ায় পণ্য পরিবহণ টার্মিনাল করা হবে। ফরাক্কায় তৈরি করা হবে টার্মিনাল লক, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

11:28 (IST)05 Jul 19










































ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে জোর সীতারমণের

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আরও জোর দেওয়া হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের ব্যবস্থা করা হচ্ছে, এতে উপকৃত হবেন, ৩ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

11:25 (IST)05 Jul 19










































পরিবহণ খাতে জোর সীতারমণের

১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বিদ্যুৎচালিত গাড়ি তৈরিতে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অভ্যন্তরে পরিবহণের জন্য ভারতমালা প্রকল্প। ২০৩০ সালের মধ্যে রেলে ১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে। রেলের পরিকাঠামোয় আরও জোর দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী।

11:14 (IST)05 Jul 19










































‘আমাদের লক্ষ্য ১০ বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছানো’

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘‘গত ৫ বছরে কর ক্ষেত্রে অনেক সংস্কার করা হয়েছে। ৫৫ বছর লেগেছে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছোতে। আমাদের লক্ষ্য ১০ বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছানো’’। সীতারমণ আরও বলেন, ‘‘চাঁদে পৌঁছনোর দিকে এগোচ্ছে ভারত’’।

11:11 (IST)05 Jul 19










































সাধারণ মানুষের জীবন অনেকটাই পাল্টে গিয়েছে: নির্মলা সীতারমণ

বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ বললেন, ‘‘সাধারণ মানুষের জীবন অনেকটাই পাল্টে গিয়েছে। সাধারণ পরিবারের রান্নাঘরে এখন আর ধোঁয়া নেই। প্রায় প্রতিটি বাড়িতে আমরা শৌচাগার তৈরি করে দিতে পেরেছি। ডিজিটাল ইকনমিতে অনেক টাকা বিনিয়োগ করেছি’’।

11:08 (IST)05 Jul 19










































নতুন ভারতের দিকে এগোচ্ছি: সীতারমণ

বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘‘আমরা নতুন ভারতের দিকে এগোচ্ছি। আর্থিক বৃদ্ধির হার বাড়ানোর চেষ্টা করছি’’।

11:04 (IST)05 Jul 19










































বাজেট পেশ শুরু

সংসদে বাজেট পেশ শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সকাল ১১টা নাগাদ বাজেট পেশ শুরু করেন নির্মলা। দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পাঠ সীতারমণের।

10:46 (IST)05 Jul 19










































সংসদে এলেন নির্মলা সীতারমণের বাবা-মা, দেখুন ভিডিও

কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ। সংসদে এলেন নির্মলা সীতারমণের বাবা-মা।

10:40 (IST)05 Jul 19










































সংসদে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

10:38 (IST)05 Jul 19










































বাজেটের আগে সীতারমণকে পরামর্শ দিগ্বীজয়ের

বাজেট পেশের আগে নির্মলা সীতারমণকে কোচিং ইনস্টিটিউটের জিএসটি কমানোর পরামর্শ দিলেন কংগ্রেস নেতা দিগ্বীজয় সিং।

10:33 (IST)05 Jul 19










































সংসদে পৌঁছল বাজেটের কপি

বাজেটের ‘কপি’ আনা হল সংসদে। সকাল ১১টায় লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

10:21 (IST)05 Jul 19










































সংসদে পৌঁছোলেন নির্মলা সীতারমণ

10:11 (IST)05 Jul 19










































রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলা সীতারমণের

রীতি মেনে বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

" id="lbcontentbody">
10:08 (IST)05 Jul 19










































বাজেট পেশে রীতি ভাঙলেন নির্মলা সীতারমণ

বাজেট পেশের আগে নয়া চমক নির্মলা সীতারমণের। ব্রিফকেস নয়, লাল শালুতে মুড়ে ‘বহি খাতা’ হাতে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে সীতারমণ বললেন, ‘‘এটা ভারতীয় ঐতিহ্য। পশ্চিমী দাসত্ব ঝেড়ে ফেলার প্রতীক এটা। এটা বাজেট নয়, বহি খাতা’’।

publive-image

npublive-image" id="lbcontentbody">
10:03 (IST)05 Jul 19










































বাজেট পেশের আগে ফ্রেমবন্দি নির্মলা সীতারমণ

সংসদে যাওয়ার আগে অর্থ মন্ত্রকের বাইরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর, অর্থসচিব এসসি গর্গ, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মমণ্যন-সহ অন্যরা। লাল রঙের কাপড়ে মোড়া ব্যাগ হাতে নির্মলা। ওই ব্যাগেই রয়েছে বাজেট সংক্রান্ত নথি। ছবি: নীরজ প্রিয়দর্শী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

publive-image

publive-image

09:45 (IST)05 Jul 19










































বাজেটের আগে তাজা শেয়ারবাজার

বাজেট পেশের আগে সেনসেক্স ছুঁল ৪০,০২৭.২১ পয়েন্ট, নিফটি ১১৯.১৫ পয়েন্টে দাঁড়িয়ে।

09:32 (IST)05 Jul 19










































আজ সাধারণ বাজেট পেশ

সকাল ১১টা নাগাদ সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ ঘিরে সরগরম গোটা দেশ। অর্থমন্ত্রকের বাইরে আধিকারিকদের সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ অন্যরা।

সাধারণ বাজেট ২০১৯ আপডেটস: বৃহস্পতিবার প্রকাশিত ২০১৮-১৯-এর অর্থনৈতিক সমীক্ষায় দেশের বর্তমান ন্যূনতম মজুরি ব্যবস্থার কাঠামোর পুনর্বিন্যাসের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যে বিন্যাসের সঙ্গে সাযুজ্য থাকবে গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত মজুরি বিলের নয়া সংস্করণের সঙ্গে। বর্তমানে ন্যূনতম মজুরির হার নির্ধারিত হয় দক্ষতার মাপকাঠি, ভৌগোলিক অঞ্চল এবং কাজের ধরণের উপর ভিত্তি করে। যার ফলে দেশে ন্যূনতম মজুরির হারের ব্যাপক প্রকারভেদ ঘটেছে এবং তার প্রয়োগ ও রূপায়ণও হয়ে উঠেছে দুরূহ। মজুরি বিলের নয়া সংশোধিত সংস্করণের সঙ্গে সঙ্গতি রেখে সমীক্ষার প্রস্তাব, ন্যূনতম মজুরির হার নির্ধারিত হোক হয় দক্ষতার মাপকাঠির (অদক্ষ, আধা-দক্ষ, দক্ষ এবং চূড়ান্ত দক্ষ) উপর, অথবা ভৌগোলিক অঞ্চলভেদে, অথবা উভয়কেই বিবেচনায় রেখে। কাঠামোর এই সরলীকরণের ফলে দেশে বর্তমানে চালু ন্যূনতম মজুরি-হারের সংখ্যা ২৫০০ থেকে ৩০০-য় নেমে আসবে বলে সমীক্ষায় আশা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে অর্থনৈতিক সমীক্ষায় কীভাবে বদলাতে পারে ন্যূনতম মজুরির পরিকাঠামো?

কেন্দ্রীয় বাজেটের আগের দিন সংসদে পেশ হল ২০১৯-২০-এর আর্থিক সমীক্ষা। সমীক্ষা বলছে এই অর্থ বর্ষে আর্থিক বৃদ্ধির হার থাকতে পারে ৭ শতাংশ। আর্থিক ঘাটতির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এই আর্থিক বছরে। পাঁচ বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে, সেইরকম আভাস দিল সমীক্ষা। তবে ক্ষেত্র বিশেষে বৃদ্ধির আভাস না দেওয়ায় সমীক্ষার তীব্র সমালোচনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। প্রাক্তন অর্থমন্ত্রী টুইট করে জানিয়েছেন এই সমীক্ষা বলে দিচ্ছে সরকার দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক ভাবনা পোষণ করে। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে ৭ শতাংশ সম্ভাব্য বৃদ্ধি, অখুশি প্রাক্তন অর্থমন্ত্রী

Union Budget 2024 Nirmala Sitharaman PM Narendra Modi
Advertisment