Union Budget 2019-20 Updates: ৪৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। গৃহধৃণের সুদে ছাড় ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩.৫ লক্ষ করা হল। প্যান কার্ড না থাকলেও আধার কার্ড দিয়ে করা যাবে আয়কর রিটার্ন, জানালেন নির্মলা সীতারমণ। ধনীদের করের বোঝা বাড়ছে। ২ থেকে ৫ কোটি টাকা বার্ষিক আয়ে সারচার্জ বাড়ানো হল। ৩ শতাংশ থেকে বেড়ে সারচার্জ করা হল ৭ শতাংশ, ইন্দিরা গান্ধীর পর প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পাঠ করে জানালেন নির্মলা সীতারমণ। Read the full story in English
বাজারে আনা হবে ২০ টাকার নতুন কয়েন। এছাড়াও ১টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার নতুন কয়েন আনা হবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘‘গত ৫ বছরে কর ক্ষেত্রে অনেক সংস্কার করা হয়েছে। ৫৫ বছর লেগেছে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছোতে। আমাদের লক্ষ্য ১০ বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছানো’’। অনাবাসী ভারতীয়দের জন্যও দেওয়া হবে আধার কার্ড, বাজেট পেশ করতে গিয়ে বললেন নির্মলা সীতারমণ। অন্যদিকে, গান্ধীবাদের প্রচারের জন্য এবার ‘গান্ধীপিডিয়া’, ২ অক্টোবরের মধ্যে ‘গান্ধীপিডিয়া’ করা হচ্ছে, ঘোষণা নির্মলা সীতারমণের।দেশজুড়ে একই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আরও জোর দেওয়া হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের ব্যবস্থা করা হচ্ছে, এতে উপকৃত হবেন, ৩ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
বাজেট পেশের আগে নয়া চমক নির্মলা সীতারমণের। ব্রিফকেস নয়, লাল শালুতে মুড়ে ‘বহি খাতা’ হাতে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে সীতারমণ বললেন, ‘‘এটা ভারতীয় ঐতিহ্য। পশ্চিমী দাসত্ব ঝেড়ে ফেলার প্রতীক এটা। এটা বাজেট নয়, বহি খাতা’’। সাধারণ বাজেটে কি মন ভরবে আমজনতার? কোন জিনিসের দাম বাড়বে? কোন জিনিসেরই বা দাম কমবে? বাংলার জন্য কী প্রাপ্তি মিলবে? তাকিয়ে গোটা দেশ।
Live Blog
Budget 2019 Updates: সাধারণ বাজেটে পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here
কেন্দ্রীয় বাজেটের আগের দিন সংসদে পেশ হল ২০১৯-২০-এর আর্থিক সমীক্ষা। সমীক্ষা বলছে এই অর্থ বর্ষে আর্থিক বৃদ্ধির হার থাকতে পারে ৭ শতাংশ। আর্থিক ঘাটতির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এই আর্থিক বছরে। পাঁচ বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে, সেইরকম আভাস দিল সমীক্ষা। তবে ক্ষেত্র বিশেষে বৃদ্ধির আভাস না দেওয়ায় সমীক্ষার তীব্র সমালোচনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। প্রাক্তন অর্থমন্ত্রী টুইট করে জানিয়েছেন এই সমীক্ষা বলে দিচ্ছে সরকার দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক ভাবনা পোষণ করে। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে ৭ শতাংশ সম্ভাব্য বৃদ্ধি, অখুশি প্রাক্তন অর্থমন্ত্রী
দেশের আর্থিক বৃদ্ধি আরও মজবুত হবে, বাজেট নিয়ে টুইট প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির।
দেশের উন্নয়নের দিশা দেখাবে এই বাজেট, কৃষকরা সমৃদ্ধ হবেন, টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
যেসব কোম্পানির বার্ষিক লেনদন ৪০০ কোটি টাকা, তাদের ২৫ শতাংশ কর লাগবে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। এতে অনেকটাই স্বস্তিতে কর্পোরেট সংস্থারা।
পেট্রোল-ডিজেলে অতিরিক্ত ১ টাকা সেস, ঘোষণা নির্মলা সীতারমণের।
ধনীদের করের বোঝা বাড়ছে। ২ থেকে ৫ কোটি টাকা বার্ষিক আয়ে সারচার্জ বাড়ানো হল। ৩ শতাংশ থেকে বেড়ে সারচার্জ করা হল ৭ শতাংশ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
ব্যাঙ্ক থেকে বছরে ১ কোটি টাকা নগদ তুললে টিডিএস লাগবে ২ শতাংশ। ডিজিটাল পেমেন্টে কোনও চার্জ লাগবে না, ঘোষণা নির্মলা সীতারমণের।
বিদ্যুৎচালিত গাড়িতে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
৪৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। গৃহধৃণের সুদে ছাড় ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩.৫ লক্ষ করা হল। প্যান কার্ড না থাকলেও আধার কার্ড দিয়ে করা যাবে আয়কর রিটার্ন, জানালেন নির্মলা সীতারমণ।
বাজারে আনা হবে ২০ টাকার নতুন কয়েন। এছাড়াও ১টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার নতুন কয়েন আনা হবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
সরকারের প্রত্যক্ষ কর বেড়েছে। বেড়ে হয়েছে ১১.৩৭ লক্ষ কোটি টাকা, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
গত ১ বছরে ১ লক্ষ কোটি টাকার অনুৎপাদ সম্পদ বা এনপিএ কমেছে। সরকারি ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি টাকার মূলধন যোগান দেওয়া হচ্ছে। ৪ বছরে ৪ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ আদায় হয়েছে, জানালেন নির্মলা সীতারমণ।
অনাবাসী ভারতীয়দের জন্যও দেওয়া হবে আধার কার্ড, বাজেট পেশ করতে গিয়ে বললেন নির্মলা সীতারমণ।
বাজেট পেশের মধ্যেই শেয়ারবাজারে পতন। সেনসেক্স ৩৯, ৭৮৮.৬৫ পয়েন্টে, নিফটি ১১৮.৯৯ পয়েন্টে।
নারীর ক্ষমতায়নে আরও জোর দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ১ লক্ষ টাকা ঋণের সংস্থান করা হয়েছে, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
স্টার্ট-আপের জন্য বিশেষ টিভি চ্যানেল আনবে সরকার। স্টার্টআপকে তুলে ধরতেই এই উদ্যোগ, ঘোষণা নির্মলা সীতারমণের।
দেশে নতুন শিক্ষানীতি চালু করা হবে। বিদেশি পড়ুয়াদের আনতে নয়া শিক্ষানীতি চালু করা হবে। ভারতকে করা হবে উচ্চশিক্ষার হাব। নয়া প্রকল্পের নাম ‘স্টাডি ইন ইন্ডিয়া’, ঘোষণা নির্মলা সীতারমণের
গান্ধীবাদের প্রচারের জন্য এবার ‘গান্ধীপিডিয়া’, ২ অক্টোবরের মধ্যে ‘গান্ধীপিডিয়া’ করা হচ্ছে, ঘোষণা নির্মলা সীতারমণের।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ১ লক্ষ ২৭ হাজার কিমি রাস্তা তৈরি করা হবে, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
‘‘বিদেশি বিনিয়োগকারীদের লগ্নি আরও সরলীকরণ করা হবে। বিশ্বের বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলন করার প্রস্তাব জানাচ্ছি। বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিনিয়োগ বাড়বে। সংবাদমাধ্যমে এফডিআই বৃদ্ধি’’, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি আরও বলেন, ‘‘আরও ১.৯৫ কোটি নতুন বাড়ি তৈরি করা হবে। প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ, রান্নার গ্যাস পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। ২০২৪ সালের মধ্যে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করা হবে’’।
দেশজুড়ে একই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করা হবে। বিদ্যুৎ গ্রাহণ আইনেও বদল করা হবে। অন্যদিকে, সাধ্যের মধ্যে বাসস্থান তৈরির ব্যবস্থাও করা হবে বলে এদিন জানান নির্মলা সীতারমণ।
গঙ্গায় ৪ বছরে পণ্য পরিবহণ ৪ গুণ বেড়েছে। হলদিয়ায় পণ্য পরিবহণ টার্মিনাল করা হবে। ফরাক্কায় তৈরি করা হবে টার্মিনাল লক, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আরও জোর দেওয়া হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের ব্যবস্থা করা হচ্ছে, এতে উপকৃত হবেন, ৩ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বিদ্যুৎচালিত গাড়ি তৈরিতে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অভ্যন্তরে পরিবহণের জন্য ভারতমালা প্রকল্প। ২০৩০ সালের মধ্যে রেলে ১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে। রেলের পরিকাঠামোয় আরও জোর দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘‘গত ৫ বছরে কর ক্ষেত্রে অনেক সংস্কার করা হয়েছে। ৫৫ বছর লেগেছে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছোতে। আমাদের লক্ষ্য ১০ বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছানো’’। সীতারমণ আরও বলেন, ‘‘চাঁদে পৌঁছনোর দিকে এগোচ্ছে ভারত’’।
বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ বললেন, ‘‘সাধারণ মানুষের জীবন অনেকটাই পাল্টে গিয়েছে। সাধারণ পরিবারের রান্নাঘরে এখন আর ধোঁয়া নেই। প্রায় প্রতিটি বাড়িতে আমরা শৌচাগার তৈরি করে দিতে পেরেছি। ডিজিটাল ইকনমিতে অনেক টাকা বিনিয়োগ করেছি’’।
বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘‘আমরা নতুন ভারতের দিকে এগোচ্ছি। আর্থিক বৃদ্ধির হার বাড়ানোর চেষ্টা করছি’’।
সংসদে বাজেট পেশ শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সকাল ১১টা নাগাদ বাজেট পেশ শুরু করেন নির্মলা। দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পাঠ সীতারমণের।
কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ। সংসদে এলেন নির্মলা সীতারমণের বাবা-মা।
বাজেট পেশের আগে নির্মলা সীতারমণকে কোচিং ইনস্টিটিউটের জিএসটি কমানোর পরামর্শ দিলেন কংগ্রেস নেতা দিগ্বীজয় সিং।
বাজেটের ‘কপি’ আনা হল সংসদে। সকাল ১১টায় লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
রীতি মেনে বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
বাজেট পেশের আগে নয়া চমক নির্মলা সীতারমণের। ব্রিফকেস নয়, লাল শালুতে মুড়ে ‘বহি খাতা’ হাতে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে সীতারমণ বললেন, ‘‘এটা ভারতীয় ঐতিহ্য। পশ্চিমী দাসত্ব ঝেড়ে ফেলার প্রতীক এটা। এটা বাজেট নয়, বহি খাতা’’।
সংসদে যাওয়ার আগে অর্থ মন্ত্রকের বাইরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর, অর্থসচিব এসসি গর্গ, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মমণ্যন-সহ অন্যরা। লাল রঙের কাপড়ে মোড়া ব্যাগ হাতে নির্মলা। ওই ব্যাগেই রয়েছে বাজেট সংক্রান্ত নথি। ছবি: নীরজ প্রিয়দর্শী, ইন্ডিয়ান এক্সপ্রেস।
বাজেট পেশের আগে সেনসেক্স ছুঁল ৪০,০২৭.২১ পয়েন্ট, নিফটি ১১৯.১৫ পয়েন্টে দাঁড়িয়ে।
সকাল ১১টা নাগাদ সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ ঘিরে সরগরম গোটা দেশ। অর্থমন্ত্রকের বাইরে আধিকারিকদের সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ অন্যরা।