Advertisment

উন্নাওকাণ্ডে বেনজির প্রতিবাদ, নিজের মেয়ের গায়ে তরল দাহ্য ঢাললেন মা

উন্নাওয়ের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে নিজের মেয়ের গায়ে তরল দাহ্য পদার্থ ফেললেন এক মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
unnao rape case, উন্নাও, উন্নাও গণধর্ষণ, unnao rape victim dies, উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃত্যু, unnao rape victim burnt alive, উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যু, woman pours petrol on daughter outside delhi, মেয়ের গায়ে পেট্রোল ঢাললেন মহিলা

উন্নাওয়ের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে নিজের মেয়ের গায়ে তরল দাহ্য পদার্থ ঢাললেন এক মহিলা। প্রতীকী ছবি।

হায়দরাবাদের ঘটনায় এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর পর উন্নাওয়ের নির্যাতিতার অপরাধীদের কঠোর সাজার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এই প্রক্ষিতে উন্নাওয়ের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে নিজের মেয়ের গায়ে তরল দাহ্য পদার্থ ঢাললেন এক মহিলা। দিল্লির হাসপাতালের বাইরে এমন ঘটনায় তাজ্জব সকলে। ওই মহিলাকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

Advertisment

আরও পড়ুন: ‘আইনের শাসনকে প্রাধান্য দিন’, উদযাপনের মধ্যেও সাবধানতার কণ্ঠস্বর

উল্লেখ্য, শুক্রবার রাতে হাসপাতালে মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতার। ক’দিন আগে নির্যাতিতার গায়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে গণধর্ষণে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে। নির্যাতিতার শরীরের ৯০ শতাংশের বেশি অংশই পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার জখম অবস্থায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লিতে আনা হয়েছিল নির্যাতিতাকে। এ ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘বিচার মানে প্রতিশোধ নয়’, হায়দরাবাদকাণ্ডে সরব দেশের প্রধান বিচারপতি

প্রসঙ্গত, ধর্ষণের আরও একটি ঘটনায় সংবাদ শিরোনামে এসেছিল উন্নাও। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সে ঘটনার পর আবারও উন্নাওয়ে ধর্ষণের অভিযোগ ঘিরে যোগী সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন: ‘জেলে রেখে কুকুরের খাবার খেতে দিতে পারত, মারল কেন?’

এদিকে, উন্নাওয়ে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘সব অভিযুক্তদেরই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে’’। অন্যদিকে, হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তদের যেভাবে এনকাউন্টারে মারা হয়েছে, ঠিক সেভাবেই উন্নাওয়ের ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার দাবি করেছেন নির্যাতিতার বাবা।

Read the full story in English

national news
Advertisment