ভারতীয় রেলে ফিরছে অসংরক্ষিত কামরা। করোনাকালে এক্সপ্রেস ট্রেনগুলিতে অসংরক্ষিত কোচ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে দেশের করোনা পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে রয়েছে। ফি দিন কমছে সংক্রমণ। টিকাকরণকে হাতিয়ার করে ক্রমেই সুস্থ হচ্ছে ভারত। এই পরিস্থিতিতে এবার এক্সপ্রেস ট্রেনগুলিতে অসংরক্ষিত কোচ ফিরিয়ে আনার সিদ্ধান্ত রেলের।
রেল সূত্রে জানা গিয়েছে, সম্ভবত হোলির আগেই এক্সপ্রেস ট্রেগুলিতে ফিরিয়ে আনা হচ্ছে অসংরক্ষিত কোচ। যার জেরে দেশের বিভিন্ন রাজ্যে থাকা মানুষজন উপকৃত হবেন। হোলির আগে অনেকেই নিজের রাজ্যে ফেরেন। সেক্ষেত্রে এবার থেকে এক্সপ্রেসের টিকিট কেটে সরাসরি যাত্রীরা সেই ট্রেনের অসংরক্ষিত কোচগুলিতে উঠে পড়তে পারবেন। সব এক্সপ্রেস ট্রেনেই এবার অসংরক্ষিত কামরা ফেরাচ্ছে ভারতীয় রেল।
উল্লেখ্য, করোনাকালে লকডাউনের সময় দেশজুড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেশ কয়েক মাস বন্ধ ছিল সব ধরনের ট্রেন পরিষেবা। যার জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষজন চূড়ান্ত সমস্যার মুখে পড়েন। এরপর রাজ্যে রাজ্যে আটকে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালু করে ভারতীয় রেল।
আরও পড়ুন- ইউক্রেনে আটক ১৮২ ভারতীয়কে নিয়ে মুম্বইয়ে নামল এয়ার ইন্ডিয়ার বিমান
পরবর্তী সময়ে দূরপাল্লার ট্রেনও চালু হয়ে যায়। তবে সেই ট্রেনগুলির অসংরক্ষিত কোচগুলিকে সংরক্ষিত করে দেওয়া হয়। করোনা পরিস্থতিতিতে অসংরক্ষিত কামরায় যাত্রীদের প্রবল ভিড়ে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ছিল। সেই আশঙ্কা থেকেই এতদিন এক্সপ্রেস ট্রেনগুলিতে অসংরক্ষিত কামরা তুলে দিয়েছিল রেল।
তবে এবার দেশজুড়ে কোভিডগ্রাফ নিম্নমুখী। রাজ্যে রাজ্যে উঠে গিয়েছে বিধি-নিষেধ। করোনাকাল কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় গোটা দেশ। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই এবার তাই নয়া সিদ্ধান্ত রেলের। এবার এক্সপ্রেস ট্রেগুলিতেও তাই অসংরক্ষিত কোচ ফিরিয়ে আনা হচ্ছে।