Journalist body found in Unnao: ছত্তিশগড়ের সাংবাদিক খুনের রেশ এখনো কাটেনি। তার মাঝেই উন্নাওয়ের বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূর থেকে উদ্ধার করা হল সাংবাদিক শুভম শুক্লার মৃতদেহ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সাংবাদিকের মৃতদেহ ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ বিজেপি নেতা সুরজ সোনি ও তার সহযোগিরা খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছেন।
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি ফরেনসিক টিমের সদস্যরাও ঘটনাস্থল থেকে নমূনা সংগ্রহ করেছেন। এরপর পুলিশ ওই সাংবাদিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই সাংবাদিক। যদিও পরিবারের সদস্যরা পুলিশেরর সেই দাবি মানতে নারাজ।
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ এলাকার বিজেপি কাউন্সিলর এবং তার সহযোগীরা একটি মামলা তুলে নেওয়ার জন্য দিনের পর দিন ভয় দেখাচ্ছিলেন ওই সাংবাদিককে। নিহত সাংবাদিকের ভাই নীরজ শুক্লা জানান, কয়েক মাস আগে শুভম একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিল। সেখানেই দু'পক্ষের মধ্যে ঝগড়া হয়। ওরা আমার ভাইকে মারধর করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। জেলার এসপির কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি, শুধু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কাউন্সিলরদের কাছ থেকে ক্রামাগত হুমকি পাচ্ছিল ভাই'।
নিহত সাংবাদিকের আরেক ভাই সুরজ শুক্লা বলেন, 'ভাইকে অনেকবার ফোন করা হলেও ও ফোন ধরেনি। এসে দেখি তার মৃতদেহ ঘরে ঝুলছে। মামলা প্রত্যাহারের জন্য অবিরাম ফোনে হুমকি দেওয়া হচ্ছিল তাকে। এ বিষয়ে একাধিক কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি'।