Advertisment

ISRO New Chairman: মহাকাশ বিজ্ঞানে দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা, ইসরোর নয়া দায়িত্বে শুরু নারায়ণনের নতুন ইনিংস

V Narayanan: ISRO-এর প্রধান হিসাবে অবসর নিতে চলেছেন এস সোমনাথ। তাঁর জায়গায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন দেশের বিশিষ্ট এই বিজ্ঞানী।

author-image
IE Bangla Tech Desk
New Update
New ISRO chairman V Narayanan

এস সোমনাথের স্থানে ISRO নয়া প্রধান কে ভি নারায়ণন Photograph: (ফাইল ছবি)

Indian Space Program: ISRO-এর প্রধান হিসাবে অবসর নিতে চলেছেন এস সোমনাথ। তাঁর জায়গায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ভি নারায়ণন। ক্যাবিনেটের নিয়োগ কমিটির তরফে ঘোষণা করা হয়েছে যে ভি নারায়ণন এস সোমনাথের স্থলাভিষিক্ত হবেন ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে। তিনি আগামী  ১৪ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করবেন। পাশাপাশি তিনি মহাকাশ বিভাগের সচিবের দায়িত্বও সামলাবেন।  নিয়োগ কমিটির বিজ্ঞপ্তি অনুসারে, ভি নারায়ণন এই দুটি গুরুত্বপূর্ণ পদে আগামী দুই বছর বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আসীন থাকবেন। 

Advertisment

ইসরোর নয়া প্রধান হিসাবে  ভি নারায়ণনের নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতীয় মহাকাশ সেক্টরে তাঁর অভিজ্ঞতা এবং অবদান বিশেষ কৃতিত্বের দাবি রাখে । তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং তাঁর নেতৃত্বে ISRO আরও বেশি সাফল্য অর্জন করবে। রকেট এবং মহাকাশযান পরিচালনার ক্ষেত্রে প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৮৪ সালে ভারতীয় মহাকাশ সংস্থা ISRO-তে যোগদান করেন তিনি। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মিশনে উল্লেখযোগ্য অবদানও রাখেন। বর্তমানে তিনি লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার (LPSC) এর ডিরেক্টর হিসাবে তাঁর দায়িত্ব সামলাচ্ছিলেন। 

তিনি তাঁর বৈজ্ঞানিক কর্মকাণ্ড শুরু করেছিলেন বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) থেকে।  যেখানে তিনি অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এএসএলভি) এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) এর ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

ISRO-এর প্রযুক্তিগত উন্নয়ন এবং মহাকাশ মিশনে ভি নারায়ণনের অবদান বিশেষ উল্লেখযোগ্য। তাঁর কাজ ভারতীয় মহাকাশ বিজ্ঞানকে এক নতুন পথের সন্ধান দিয়েছে। তিনি GSLV Mk-III M1/চন্দ্রযান-2 এবং LVM3/চন্দ্রযান-3-এর মতো প্রকল্পগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী ১৪ জানুয়ারি তিনি ইসরোর প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। অ্যাবলেটিভ নজল সিস্টেম, কমপোজিট মোটর কেস এবং কমপোজিট ইগনাইটার কেসগুলির প্রক্রিয়া পরিকল্পনা, প্রক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।

Advertisment

ISRO সম্প্রতি দেশীয়ভাবে উন্নত স্পেস ডকিং প্রযুক্তি 'স্প্যাডেক্স' চালু করার জন্য সংবাদ শিরোনামে রয়েছে। চন্দ্রযান 4 এবং গগনযানের মত হাইভোল্টেজ মিশনে বিশেষ এই প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। 

ISRO
Advertisment