Advertisment

'ইসলাম ধর্মে পুরুষেরা ৫০ জন নারী রাখতে পারেন', মন্তব্য বিজেপি বিধায়কের

"রবিবার সাংবাদিকরা আমায় জিজ্ঞেস করেছিলেন সাক্ষী আর অজিতেশের বিয়ে নিয়ে আমার কী মত? আমি বলেছি সাক্ষী যে ব্যক্তিকে বিয়ে করেছেন বলে দাবি করছেন, তিনি ভালো লোক নন"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এক বিজেপি বিধায়ক। উত্তরপ্রদেশের বাল্লিয়ার জেলার বিধায়ক সুরেন্দ্র সিং বললেন, "মুসলিম পুরুষের ৫০ জন নারী রাখা, হাজার পঞ্চাশটা বাচ্চার বাবা হওয়া পাশবিক প্রবৃত্তি"।

Advertisment

উত্তরপ্রদেশের বাইরিয়া কেন্দ্রের বিধায়ককে বেরেলির বিধায়ক রাজেশ মিশ্রের মেয়ে সাক্ষী এবং তাঁর দলিত সম্প্রদায়ভুক্ত স্বামী অজিতেশের বিষয়ে প্রশ্ন করা হলেই বিতর্কের সূত্রপাত হয়।

আদালত চত্বরে বিজেপি বিধায়কের জামাইকে মারধরের অভিযোগ

সুরেন্দ্র সিং বলেন, "এখন প্রশ্ন হল, মুসলমান ধর্মে পুরুষেরা ৫০ জন স্ত্রী রাখতে পারেন, ১০৫০ টা বাচ্চার জন্ম দেয়। এসব তো আমাদের পরম্পরা নয়, এসব পাশবিক প্রবৃত্তি। স্বাভাবিক ভাবে একটা, দুটো, তিনটে সন্তান হওয়াটা সমস্যা নয়"। সুরেন্দ্র সিং-এর এই মন্তব্যের ভিডিও বিগত দু'দিনে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সুরেন্দ্র সিং বলেছেন, "রবিবার সাংবাদিকরা আমায় জিজ্ঞেস করেছিলেন সাক্ষী আর অজিতেশের বিয়ে নিয়ে আমার কী মত? আমি বলেছি সাক্ষী যে ব্যক্তিকে বিয়ে করেছেন বলে দাবি করছেন, তিনি ভালো লোক নন। তিনি অতীতেও অনেক মহিলাকে ছেড়ে চলে গিয়েছেন। অনেকেই আমায় বলেছেন আমাদের চারপাশে অনেকেই একাধিক বিয়ে করেছেন, আমি বলেছি, এমনটা কেবল মাত্র মুসলিম ধর্মেই হয়"।

বিজেপি মুখপাত্র চন্দ্রমোহন অবশ্য জানিয়েছেন সুরেন্দ্র সিং-এর মন্তব্য নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। দলের তরফে এই নিয়ে কোনও নোটিস জারি করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

Read the full story in English

bjp
Advertisment