UP Two Women Wedding: স্বামীর উপর তিতিবিরক্ত হয়ে একে অপরকে বিয়ে করলেন দুই বিবাহিত মহিলা। এমন ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, তারা দুজনেই স্বামীর হয়রানির শিকার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরই তারা বাকি জীবন একসঙ্গে কাটানোর বিষয়ে সিদ্ধান্ত নেন। এই ঘটনা সকলকে অবাক করে দিয়েছে।
স্বামীদের উপর বিরক্ত হয়ে বিরাট পদক্ষেপ নিয়ে সকলকে অবাক করে দিলেন দুই মহিলা। দুজনেই একে অপরকে বিয়ে করে শোরগোল ফেলে দিয়েছেন। সংবাদ মাধ্যমের সামনে তারা জানিয়েছেন, তাদের স্বামীরা তাদের উপর প্রতিদিন অত্যাচার করত। যার কারণে দুজনেই মানসিক ভাবে বিধস্ত হয়ে পড়েন।
ইনস্টাগ্রামের মাধ্যমে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। এরপর তা গড়ায় ভালবাসায়। অবশেষে একে পরকে বিয়ের সিদ্ধান্ত। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে তারা ৬ মাস টানা একে অপরের সাথে যোগাযোগ রেখেছিলেন। ঘটনায় পর পুরো এলাকায় এই নিয়েই শুরু হয়েছে জর চর্চা।
তথ্য অনুযায়ী, অদ্ভুত এই ঘটনাটি গোরখপুর জেলার বাঁশগাঁও এলাকার। দুই মহিলা একই এলাকার বাসিন্দা। তাদের অভিযোগ দুজনের স্বামীই তাদের উপর অকথ্য অত্যাচার করতেন। স্স্বামী মদ্যপ অবস্থায় প্রতিদিন মারধর করতেন । এরপরই দুই মহিলার আলাপ হয় ইন্সটাগ্রামে। ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তারপর দুজনেই গোপনে একে অপরের সাথে দেখা করতে শুরু করে। এর পর, তাদের সম্পর্ক ৬ মাস ধরে চলতে থাকে এবং অবশেষে তারা একে অপরের সাথে থাকার সিদ্ধান্ত নেয়।