উত্তরপ্রদেশে নতুন লাভ জিহাদ আইনে প্রথম গ্রেফতারের ঘটনা সামনে এল। হিন্দু মহিলাকে ধর্মান্তরণের জন্য় জোর করার অভিযোগে ২১ বছর বয়সী ওয়াইস আহমেদকে বুধবার গ্রেফতার করল বরেলি পুলিশ।
বরেলি পুলিশের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে পলাতক ছিলেন অভিযুক্ত। গত ২৮ নভেম্বর থেকে তল্লাশি চালাচ্ছিল পুলিশের দল। এলাকায় এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ওয়াইসের। গতবছর তারা পালিয়ে গিয়েছিল। সেসময় যখন ওয়াইস গ্রেফতার হয়েছিলেন, তখন তাঁর বিরুদ্ধে অপহরণের অভিযোগ অস্বীকার করেছিলেন তরুণী। গত এপ্রিল মাসে অন্য় একজনের সঙ্গে বিয়ে হয় তরুণীর।
আরও পড়ুন: হরিয়ানায় উলটপুরাণ! হিন্দু তরুণীকে বিয়ের জন্য ধর্মান্তরিত হলেন মুসলিম তরুণ
রবিবার যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তরুণীর বাবার অভিযোগ, ওয়াইস তাঁর মেয়ের ধর্মান্তরণ করার জন্য় জোর দিচ্ছেন। ওই যুবক হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।
পুলিশের শীর্ষ আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, তরুণীর বিয়ের বিষয়টি জানার পরই তরুণীর পরিবারকে হেনস্থা করছেন ওয়াইস। তরুণীর ধর্মান্তরণ হলে তাঁরা বিয়ে করবেন বলে চাপ দিচ্ছেন ওয়াইস।
উল্লেখ্য়, নয়া লাভ জিহাদ আইনে ১০ বছর পর্যন্ত কারাবাসের সাজার কথা উল্লেখ করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন