/indian-express-bangla/media/media_files/2024/12/09/igRJAMZ27vwnv9UlbGlL.jpg)
আসাদ সরকারের পতনের পর তৎপরতা শুরু আমেরিকার, চলল ভয়াবহ বিমান হামলা
Basher al-Assad Regime : সিরিয়ায় আসাদ সরকারের অবসান হতেই তৎপরতা শুরু করল আমেরিকা। মধ্য সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে তারা প্রায় ৭৫ টি বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ায় কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসলামিক বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরিয়ায় ক্ষমতায় থাকা আসাদ সরকারকে উৎখাত করে। এর পর মস্কোতে আশ্রয় নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ইসলামি বিদ্রোহীরা আসাদের সরকারকে উৎখাত করেই রাজধানী দামেস্কের দখল নেয়। এরপরই সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আমেরিকা।
রবিবার (৮ ডিসেম্বর) বাশার আল-আসাদ তার পরিবার নিয়ে দেশ ছেড়ে মস্কোতে আশ্রয় নেন। বিদ্রোহীদের হাতে দামেস্ক দখলের পর সিরিয়ায় আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটে। এই ঘটনার পর মার্কিন সেনাবাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা মধ্য সিরিয়ায় ৭৫টি বিমান হামলা চালিয়েছে।
সাতসকালেই হুলস্থূল! ৪০টি স্কুলে বোমাতঙ্ক, প্রাণভয়ে ছুট কচিকাঁচাদের
মার্কিন সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে তারা সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। উল্লেখ্য সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর প্রধান আবু মহম্মদ আল-জোলানিও আইএসআইএসের সক্রিয় সদস্য।
ইউএস সেন্ট্রাল কমান্ড একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলেছে যে ৮ ডিসেম্বর (রবিবার), মধ্য সিরিয়ায় আইএসআইএস-এর ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীকে বহিরাগত অভিযান চালানো থেকে বিরত রাখতে মিশনের অংশ হিসেবে আমেরিকা এই হামলা চালিয়েছে।
বি-৫২ বোমারু বিমান আইএসআইএসের ঘাঁটি লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে
মার্কিন বিমান বাহিনীর B-52, F-15 এবং A-10 সহ অনেক বোমারু বিমান আইএসআইএসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। রবিবার সিরিয়ার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, আসাদ সরকারের পতন মধ্যপ্রাচ্যের জন্য একটি ঝুঁকি ও অনিশ্চয়তার মুহূর্ত। বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'আইএসএইএস' যদি সিরিয়ার পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমরা তা হতে দেব না'।