Advertisment

US Birthright Citizenship : তড়িঘড়ি সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভিড় হবু মা'দের! কারণ জানলে চমকে যাবেন

US Birthright Citizenship : সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্পের। তিনি কুর্সিতে বসেই একাধিক নয়া নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করেছেন। ট্রাম্প প্রণীত নয়া এই নিয়মের কারণেই আমেরিকায় বসবাসরত ভারতীয় হবু মায়েরা মাত্র ৭-৮ মাস বয়সেই সি-সেকশনের মাধ্যমে সন্তানকে ভূমিষ্ঠ করতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
US Birthright Citizenship..

তড়িঘড়ি সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভিড় হবু ভারতীয় মা'দের! কারণ জানলে চমকে যাবেন Photograph: (ফাইল চিত্র)

Indian immigrants in US: ৭-৮ মাসেই সন্তান প্রসবের জন্য হাসপাতাল গুলিতে  উপচে পড়ছে ভারতীয়দের ভিড়! আমেরিকায় এমন ঘটনা আগে ঘটেনি। কারণ জানলে চমকে যাবেন। 

Advertisment

সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্পের। তিনি কুর্সিতে বসেই একাধিক নয়া নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করেছেন। ট্রাম্প প্রণীত নয়া এই নিয়মের কারণেই আমেরিকায় বসবাসরত ভারতীয় হবু মায়েরা মাত্র ৭-৮ মাস বয়সেই সি-সেকশনের মাধ্যমে সন্তানকে ভূমিষ্ঠ করতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন। 

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের একের পর এক ঘোষণা সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে।  কারণ ট্রাম্পের ঘোষণা বিশ্বের অনেক দেশ এবং তাদের নাগরিকদের উপর প্রভাব ফেলবে। ভারতীয় নাগরিকরাও এখন ট্রাম্পের এই ঘোষণায় চরম অস্বস্তিতে পড়েছেন।  এখন পর্যন্ত, মার্কিন আইন অনুসারে জন্মসূত্রে সকলেই সেদেশের নাগরিকত্ব পেয়ে আসছিলেন কিন্তু এবার থেকে সেই নিয়মেই বড়সড় বদল আসতে চলেছে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার পরিবর্তনের আদেশেও স্বাক্ষর করেছেন ট্রাম্প।

৩০ দিন পর, আমেরিকায় জন্মনেওয়া শিশুদের নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন নিয়ম কার্যকর হবে এবং মার্কিন প্রশাসন নতুন শর্ত মেনে এই ধরনের শিশুদের নাগরিকত্ব প্রদান করবেন। যেটা অন্যান্য দেশের নাগরিকদের জন্য পূরণ করা খুবই কঠিন।  ট্রাম্পের এই ঘোষণার পরই চিন্তায় ভারতীয় পরিবার।

Advertisment

গর্ভবতী মায়েরা ৩০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই সি-সেকশনের মাধ্যমে তাদের সন্তানের জন্ম দিতে চাইছেন যাতে সদ্য ভুমিষ্ঠ সন্তানের মার্কিন নাগরিকত্ব পেতে কোন অসুবিধা পা হয়। মিডিয়া রিপোর্ট অনুসারে মার্কিন হাসপাতালে বিপুল সংখ্যক ভারতীয় হবু মা প্রাথমিক সি-সেকশনের জন্য অনুরোধ চিকিৎসকদের। ডাক্তারদের একটা বড় অংশের মতে এর ফলে তাদের সন্তান ও মায়ের জন্য বিপজ্জনক হতে পারে। নয়া নিয়ম অনুসারে মা-বাবার মধ্যে অন্তত একজনকে মার্কিন নাগরিক হতে হবে বা মার্কিন সেনায় কাজ করতে হবে, তবেই তাঁদের সন্তান সেদেশের নাগরিকত্ব পাবে বলে নির্দেশনামাতেও সই করেছেন তিনি।

 

Donald Trump
Advertisment