Advertisment

ভারত-পাক পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর: ডোনাল্ড ট্রাম্প

‘‘বর্তমানে ভারত-পাক সম্পর্ক খুব উদ্বেগজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে। খুব ভয়ানক পরিস্থিতি। আমরা চাই, এসব বন্ধ হোক। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা শুধু এটাই চাই, এসব বন্ধ হোক এবার।’’

author-image
IE Bangla Web Desk
New Update
donald trump, ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: টুইটার।

পুলওয়ামার হামলাকে ‘ভয়ানক’ বলে আগেই বর্ণনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও এ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করলেন ট্রাম্প। শুক্রবার ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে ফের মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘‘ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর’’,এমনই মন্তব্য করেছেন ট্রাম্প।

Advertisment

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘বর্তমানে ভারত-পাক সম্পর্ক খুব উদ্বেগজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে। খুব ভয়ানক পরিস্থিতি। আমরা চাই, এসব বন্ধ হোক। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা শুধু এটাই চাই, এসব বন্ধ হোক এবার।’’ ট্রাম্প আরও বলেছেন, ‘‘প্রায় ৫০ জন মানুষকে হারিয়েছে ভারত। আমরা ওদের পরিস্থিতি বুঝতে পারছি।’’

আরও পড়ুন, আজহার ইস্যুতে ভারতের পাশে ফ্রান্স, পুলওয়ামা ‘ভয়াবহ’, মন্তব্য ট্রাম্পের

ভারত-পাক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ‘‘আমরা আলোচনা চালাচ্ছি। অনেকেই এ নিয়ে আলোচনা চালাচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক সমস্যা রয়েছে। দু’পক্ষেরই অত্যন্ত ভারসাম্য রেখে চলা দরকার।’’

অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করল ট্রাম্প সরকার। পাকিস্তানকে যে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য করত আমেরিকা, তা রদ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘পাকিস্তানকে আমরা ১.৩ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করতাম। আপাতত আর করছি না। কারণ ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। একইসঙ্গে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসব।’’

Read the full story in English

International news Donald Trump jammu and kashmir pakistan national news
Advertisment