US Airstrike Syria: ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক! আল কায়েদার ঘাঁটি উড়িয়ে দিল আমেরিকা

US Airstrike Syria: সিরিয়ায় এবার ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা। আল-কায়েদার জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই এই বিমান হামলা চালিয়েছে মার্কিন বায়ুসেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
US Airstrike Syria

ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক! আল কায়েদার ঘাঁটি উড়িয়ে দিল আমেরিকা Photograph: (ফাইল ছবি)

US Airstrike Syria: সিরিয়ায় এবার ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা।  আল-কায়েদার জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই এই বিমান হামলা চালিয়েছে মার্কিন বায়ুসেনা। 

Advertisment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এক্স পোস্টে এই তথ্য শেয়ার করেছেন। তিনি লিখেছেন, এই হামলা সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে আমেরিকার চলমান অভিযানের অংশ। সিরিয়ায় বিমান হামলায়  নিহত হয়েছে আল কায়েদার শীর্ষ কমান্ডার। মার্কিন সামরিক বাহিনী হামলার বিষয়ে কোনও অতিরিক্ত তথ্য প্রদান করেনি।

মার্কিন সেনাবাহিনী সিরিয়া এবং অন্যান্য সন্ত্রাসবাদ কবলিত এলাকায় ড্রোন হামলা এবং বিমান হামলার মাধ্যমে ক্রমাগত জঙ্গি নেটওয়ার্কগুলিকে টার্গেট করে চলেছে। আমেরিকা দীর্ঘদিন ধরেই সিরিয়া ও ইরাকে জঙ্গি  সংগঠনগুলির বিরুদ্ধে একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। মার্কিন সেনা বাহিনী জানিয়েছে, যে তারা উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি বড় বিমান হামলা চালিয়েছে। এই হামলায় আল কায়েদার সাথে যুক্ত একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

Advertisment

'জঙ্গি ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করব, বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না', ফের সোচ্চার হাসিনা

এর আগেও একাধিকবার টার্গেট- 

২০২২: মার্কিন যুক্তরাষ্ট্র একটি অভিযানে শীর্ষ আইএসআইএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশিকে হত্যা করে।
২০২৩: আল-কায়েদার সাথে যুক্ত বেশ কয়েকজন জঙ্গিকে লক্ষ্য করে  ড্রোন হামলা চালায় আমেরিকা।
২০২৪: হিজবুল্লাহ এবং অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর উপর সাম্প্রতিককালে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আমেরিকা। সাম্প্রতিক হামলাগুলি থেকে এটা স্পষ্ট আমেরিকা সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে।

Donald Trump Al qaeda