Bangladesh News-Sheikh Hasina:আরও একবার ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতায় আওয়ামি লিগের সর্বোচ্চ নেত্রী বলেন, "আপনারা ধৈর্য্য ধরুন, অপেক্ষা করুন। আমি যখন দেশে ফিরতে পারব, তখন প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব। সেই সঙ্গে হত্যাকারীদেরও বিচার করব।" এরই পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে জঙ্গিবাদের মদতদাতা বলেও তোপ দেগেছেন মুজিব-কন্যা।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ওপার বাংলায় তাঁর দল আওয়ামী লিগের জন্য খানিকটা অনুকূল পরিস্থিতি তৈরি হলেই তিনি দেশে ফিরে যেতে চান। সোমবার রাতে ফের একবার ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লিগ প্রধান।
কী বলেছেন শেখ হাসিনা?
"আমি জানি আপনাদের সবাই খুব কষ্টে আছেন। বহু বাচ্চা, বহু পুলিশ মারা গেছে। তাঁদের সকলের খোঁজ নেওয়া, যখন আমি দেশে ফিরতে পারব ইনশাল্লাহ... প্রত্যেকটা পরিবারের যা যা সাহায্য লাগে সব আমি দেব। হত্যাকারীদের বিচারও আমি করব। সেই জন্যই বোধ হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এটাই আমি মনে করি। অপরাধ-ষড়যন্ত্রে যারা জড়িত, যারা দেশকে জঙ্গিদের দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাঁদের বিচার দেশের মাটিতেই হবে। এদের বিরুদ্ধে যে হরতাল ডাকা হয়েছে তাকে সমর্থন করতে সকলকে আবেদন করছি। দেশের মানুষ যাতে নিরাপদে থাকে সেই ব্যবস্থাই করতে হবে। এটা এই সরকারকে দিয়ে হবে না।"
আরও পড়ুন- West Bengal News Live:আজ বিধানসভার অন্দরে মমতা, বাইরে ধরনায় শুভেন্দু
তিনি আরও বলেন, "ক্ষমতায় এসে যে বলে আমার দেশ চালানোর অভিজ্ঞতা নেই, তাকে দিয়ে দেশ কীভাবে চলবে? মানবাধিকার লঙ্ঘন করলে যে শাস্তি দেয় না.. মানুষের বিচার করে না... সে আবার মানুষের কী কল্যাণ করবে? শুধু মিথ্যা বলে বেড়াবে আর অপরাধীদের নিয়ে দেশ ধ্বংস করবে! তাই আমি সকলকে বলব এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই রাহুর হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। জঙ্গি ইউনুসের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না। আল্লাহর কাছে দোয়া করি যারা এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের যেন বিচার হয়।"
আরও পড়ুন- Best Places to Visit Bengal in March: সামনের মাসেই ট্যুর-প্ল্যান? রইল মার্চে বেড়ানোর তাকলাগানো কয়েকটি জায়গার হালহদিশ