Advertisment

ভিসার নিয়মে রদবদল, দিতে হবে সোশাল অ্যাকাউন্ট তথ্য

ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তকে রুপায়ন করতে, বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ৪৭ লাখ জনকে তাদের সোশ্যাল মিডিয়ার বিবরণ জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ পাঁচ বছরের পুরনো মেইল আইডিও দিতে হবে।

ভিসার নিয়মকানুন আরও কঠোর করল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি সেদেশে প্রবেশ করতে গেলে ভিসার আবেদন করার সময় আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ পাঁচ বছরের পুরনো মেইল আইডিও দিতে হবে। এছাড়া ফোন নম্বর যদি বদল করে থাকেন, তাহলে পাঁচ বছরের পুরনো ফোন নম্বর দিতে হবে।

Advertisment

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে ভারতের মার্কিন দূতাবাস অফিসগুলিতে প্রায় ৮.৭২ লাখ ভিসার আবেদন জমা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তকে রুপায়ন করতে, বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ৪৭ লাখ জনকে তাদের সোশ্যাল মিডিয়ার বিবরণ জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন মুলুকে যারা বেড়াতে বা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিগত পাঁচ বছেরের তথ্য দিতে হবে।

আরও পড়ুন:জিওকে টেক্কা! কলকাতায় আপনার কেবল অপারেটরের সঙ্গে জোটে বিএসএনএল

তবে কেন ভিসার নিয়মে রদবদল করল ট্রাম্প প্রশাসন? মার্কিন স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সেদেশের মানুষের নিরাপত্তার দিকে নজর রাখতে ও তা আরও সুগঠিত করতে মূলত আবেদনকারীদের চারিত্রিক বৈশিষ্ট্য খুঁটিয়ে দেখা হবে। যে কারণে সোশাল মিডিয়ার নথিপত্র চেয়েছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন: আপনাকে দিয়ে রোজগার করবে হোয়াটস্‌অ্যাপ

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের এই নিয়ম আগেই বলবত্ৎ ছিল। তবে তা দিতে হতো জঙ্গি অধ্যুসিত এলাকার মানুষজনকে। এখন সকল ভিসা আবেদনকারীকেই সোশাল মিডিয়ার সমস্ত তথ্য জমা করতে হবে। যারা তাদের সোশাল মিডিয়া সম্পর্কে নথিপত্র জমা করতে রাজি থাকবে না, তাদের ভিসা দেবে না ট্রাম্প প্রশাসন।

Advertisment