তাঁর সরকারের কঠোর পদক্ষেপে ‘সকলে চুপ করে গিয়েছেন’। নাগরিকত্ব সংশোধনী আইনের বিক্ষোভকারীদের উপর পুলিশের দমনমূলক পদক্ষেপের কার্যত ‘প্রশংসা’ করে এমন মন্তব্যই করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এক টুইটে হিন্দিতে লেখা হয়েছে, ‘‘সব বিক্ষোভকারীরা এখন আতঙ্কে। যারা অশান্তি পাকাচ্ছিল, সকলে চুপ হয়ে গিয়েছেন। যোগী সরকারের কঠোর পদক্ষেপে সকলে চুপ’’। এর পাশাপাশি যোগীর হুঁশিয়ারি, জনগণের সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ দিতেই হবে। যাঁরা হিংসা ছড়িয়েছেন, তাঁদের সকলকে কাঁদতে হবে, কারণ, উত্তরপ্রদেশে যোগী সরকার।
আরও পড়ুন: ‘পাকিস্তানে যাও’, সিএএ বিক্ষোভকারীদের বলল পুলিশ
উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরপ্রদেশ। সিএএ বিক্ষোভে যোগীরাজ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের, জখম হয়েছেন আরও অনেকে। জানা গিয়েছে, পুলিশি ধরপাকড়ে সে রাজ্যে ১ হাজার ১১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৫ হাজার ৫৫৮ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নাগরিকত্ব আইনের প্রতিবাদে শামিল হওয়া বিক্ষোভকারীদের উপর পুলিশি ধরপাকড় নিয়ে যোগী সরকারকে বিঁধতে আসরে নেমেছে বিরোধীরা।
আরও পড়ুন: ‘আসামের ইতিহাস-সংস্কৃতি-ভাষার ধ্বংস মানব না’
এদিকে, সরকারি সম্পত্তি নষ্টের ক্ষতিপূরণ আদায়ের জন্য বিক্ষোভকারীদের একাংশকে নোটিস দিয়েছে যোগী প্রশাসন। যা ঘিরেও বিতর্ক উঠেছে। অন্যদিকে, নাগরিকত্ব আইনের বিক্ষোভে উত্তরপ্রদেশের বিজনৌরে নিহত দু’জনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চাননি যোগী আদিত্যনাথের মন্ত্রী। এমনকী, নিহতদের সরকারি সম্পত্তি ‘ধ্বংসকারী’ বলে বর্ণনা করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী কপিল দেব আগরওয়াল। যা ঘিরেও জোর বিতর্ক জাতীয় রাজনীতিতে। এই প্রেক্ষাপটে যোগীর এহেন বার্তা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
Read the full story in English