Advertisment

৭ দফার ভোটে নিশ্ছিদ্র নিরাপত্তায় মরিয়া কমিশন, শুরু ঊর্দিধারীদের আনাগোনা

ইতিমধ্যেই রাজ্যে ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। বাকি বাহিনীও আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Uttar Pradesh elections 2022, 412 companies of central paramilitary forces to be deployed

সাত দফার ভোটে মোট ৪১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে রাজ্য পুলিশের সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকবে ৪১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসন্ন বিধানসভা নির্বাচনে আইনশৃঙ্খলার পরিস্থিতির তদারকিতে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর প্রায় ৫০ হাজার জওয়ান মোতায়েন করা হবে। আলিগড়, মুজাফফরনগর এবং মিরাটেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisment

উত্তর প্রদেশে এবার ৭ দফায় বিধানসভা ভোট হবে। ১০ ফেব্রুয়ারি থেকে গোবলয়ের সবচেয়ে বড় রাজ্যে ভোট শুরু। নির্বাচন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। উত্তর প্রদেশে ভোটের গণনা হবে আগামী ১০ মার্চ। একটি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রককে উত্তর প্রদেশে নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানায়। তারপরই যোগী রাজ্যে আধা-সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় অমিত শাহের মন্ত্রক।

আগামী দু'মাস উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি কোম্পানিতে ১১০ জন করে জওয়ান থাকবেন। নির্বাচন কমিশনের সঙ্গে উত্তর প্রদেশের ভোট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের আলোচনা হয়। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই উত্তর প্রদেশের নির্বাচনের জন্য ৪১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল।

আরও পড়ুন- কংগ্রেস নয়, বিজেপিকে সরাতে আঞ্চলিক দলগুলিকে পাশে চান মমতা

ইতিমধ্যেই রাজ্যে ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। তাঁদের একাধিক কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে পৌঁছেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে দেবেন জওয়ানরা। এছাড়াও বাকি ১৮৭ কোম্পানি বাহিনীও আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।

এদিকে, প্রশাসনের এক আধিকারিক বলেন, ''নির্বাচনের প্রথম পর্বে স্ট্রংরুমের ডিউটির জন্য অ্যাডহক-৩০৬-এর পাঁচটি কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের কাজে সিআরপিএফ-এর তিনটি বাহিনী এবং সিআইএসএফ-এর একটি বাহিনীকে রাখা হবে। এসএসপি সীতাপুর, লখনউয়ের পুলিশ কমিশনার এবং কানপুর জেলা প্রশাসনকে কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলা হয়েছে।''

Read story in English

CRPF Uttarakhand Poll 2022 uttar pradesh
Advertisment