/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/pistol-759.jpg)
রবিবার রাতে কাফিল খানের ছোট ভাই কাশিফ জামালকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
উত্তরপ্রদেশের গোরখপুরে বিআরডি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় নয়া মোড়। ওই হাসপাতালের চিকিৎসক কাফিল খানের ভাইয়ের উপর হামলা চালানোর অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে কাফিল খানের ছোট ভাই কাশিফ জামিলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে জখম কাশিফ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কাফিলের ছোট ভাই বিপন্মুক্ত বলে জানিয়েছে পুলিশ।
গত বছর অগাস্ট মাসে গোরখপুরের বিআরডি হাসপাতালে প্রায় ৩০ জন শিশুর মৃত্যুর ঘটনায় সাসপেন্ড করা হয়েছে চিকিৎসক কাফিল খানকে। এই ঘটনায় আট মাস জেল খাটার পর চলতি বছরের এপ্রিলে কারাবাসের সাজা থেকে রেহাই পান ওই চিকিৎসক। কাফিলের ভাইয়ের উপর হামলার পর এ ঘটনায় নতুন করে তৈরি হয়েছে রহস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন কাশিফ। গোরখপুরে কোতওয়ালি থানার কাছে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর উপর চড়াও হয়ে হামলা চালায়। দুর্গা বাহিনী মোড়ের কাছে বাইকে করে দুই ব্যক্তি এসে কাশিফকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে বলে জানিয়েছেন কোতওয়ালি থানার এসএইচও ঘমশ্যাম তিওয়ারি। গুলি করার পরই হামলাকারীরা বাইকে করে চম্পট দেয়।
আরও পড়ুন, UP Blunder: যোগীর দেওয়া ১ লক্ষ টাকার চেক নিয়ে বিপাকে কৃতী পড়ুয়া
হামলার পর স্থানীয় বাসিন্দারাই কাশিফকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় সার্কেল অফিসার অতুল কুমার চৌবে জানিয়েছেন যে, ঘটনার আধ ঘণ্টা পর পুলিশকে খবর দেওয়া হয়। কাশিফ এখন বিপন্মুক্ত বলেও জানান তিনি।
অন্যদিকে কাশিফকে আজ ডাক্তারি পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।