Varanasi Kidnapped Gangrape News: বছর ১৯-এর তরুণীকে নির্মম অত্যাচার। অপহরণ করে ২৩ জন মিলে লাগাতার ধর্ষণ। ২৯শে মার্চ থেকে ৪ঠা এপ্রিলের মধ্যে বিভিন্ন জায়গায় ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ। বারাণসীর এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ।
দিকে দিকে যখন ধর্ষণের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সামিল হয়ে পথে নেমেছেন হাজার হাজার মানুষ ঠিক তখনই বছর ১৯-এর তরুণীর উপর লাগাতার অত্যাচার। বারাণসীর ঘটনায় বুক কেঁপে উঠতে বাধ্য। পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে ছয় অভিযুক্তকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি। তরুণীর অভিযোগ, ২৯শে মার্চ থেকে ৪ঠা এপ্রিলের মধ্যে শহরের বিভিন্ন জায়গায় তাকে ধর্ষণ করা হয়েছে।
আবেদন খারিজ! ২৬/১১ মাস্টার মাইন্ড তাহাউর রানার ভারতে প্রত্যর্পণ স্রেফ সময়ের অপেক্ষা
পুলিশ সূত্রে খবর, উত্তর বারাণসীর বাসিন্দা ওই তরুণী ২৯ মার্চ এক বন্ধুর সাথে দেখা করার জন্য তার বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর থেকেই নিখোঁজ ছিল সে। পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি দায়ের করা হয়। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে নির্যাতিতা তরুণীকে হুক্কা বার, হোটেল, লজ এবং গেস্ট হাউস সহ একাধিক স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ২৩ জন মিলে তরুণীর উপর চালায় পাশবিক অত্যাচার।
বরুণা জোনের ডিসিপি চন্দ্রকান্ত মীনা জানিয়েছেন, তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চলছে।