যোগীর রাজ্যে যে কোনও সময় গাড়ি পাল্টি খেতে পারে! এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা। বক্তা আর কেউ নন, বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। বুধবার হাথরসের গণধর্ষিতার বিচার চেয়ে দেশজুড়ে উত্তেজনার মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যের বিচারব্যবস্থার উপর আস্থা রাখার কথা বলেন কৈলাস। তারপরই বলেন দোষীদের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। দোষীদের জেলে পাঠানো হবে। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। তারপর তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, "মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে যে কোনও সময় গাড়ি উলটে যেতে পারে!" একথা বলেই তিনি মুচকি হাসেন। তাহলে কি হাথরসের ঘটনাতেও দোষীদের এনকাউন্টারের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় নেতা? কৈলাসের ইঙ্গিতে সেই জল্পনা গাঢ় হচ্ছে।
#WATCH The accused have been arrested. The case has been sent to a fast-track court. The accused will be sent to jail... Yogi Ji jo wahan ke CM hain, main jaanta hun ki unke pradesh main kabhi bhi gaadi palat jati hai: BJP leader Kailash Vijayvargiya on #Hathras gang-rape case pic.twitter.com/ksSERx3nu0
— ANI (@ANI) September 30, 2020
এদিন সংবাদসংস্থা এএনআইয়ের প্রশ্নের উত্তরে এই কথা বলার পর বিতর্কের সৃষ্টি হচ্ছে। তাহলে বিরোধীদের যে দাবি ছিল, যোগীর রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এনকাউন্টার রাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ, সেই ধারণাকেই মান্যতা দিচ্ছেন কৈলাস। কয়েক মাস আগেই কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবেকে ঠিক এইভাবেই গ্রেফতার করে কানপুরের কাছে এনকাউন্টার করা হয়। সেইসময়ও পুলিশের দাবি ছিল, কানপুরের কাছে পুলিশের গাড়ি উল্টে যায় আর পুলিশের পিস্তল নিয়ে শূন্যে গুলি ছোড়ে দুবে। তখনই পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় বিকাশ দুবের। সেই ঘটনার পর বিরোধীদের দাবি ছিল, রাঘববোয়ালদের বাঁচাতেই বিকাশকে এনকাউন্টার করেছে যোগীর পুলিশ।
আরও পড়ুন ‘কঠোর সাজা পাবে অভিযুক্তরা’, হাথরসের নির্যাতিতার বাবাকে আশ্বাস যোগীর
প্রসঙ্গত, হাথরসে গণধর্ষণকাণ্ডে দোষীদের কঠোর সাজা দেওয়া হবে, বুধবার নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলে এমন আশ্বাসই দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ। এদিন ভিডিও কলের মাধ্য়মে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন যোগী। সবরকম সাহায্য় করার আশ্বাসও দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী। তিনি গোটা ঘটচনার তদন্তে সিট গঠন করেছেন। পাশাপাশি দোষীদের সাজার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট মামলার শুনানির হবে বলে জানা গিয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন