Advertisment

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছে এল কে আডবানি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী কল্য়াণ সিং, বিজেপি-র বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী।

author-image
IE Bangla Web Desk
New Update
Babri mosque demolition case

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আগামী ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় ঘোষণা হতে চলেছে। রায়দানের জন্য় ওই দিন ধার্য করল সিবিআই-এর বিশেষ আদালত। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এল কে আডবানি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী কল্য়াণ সিং, বিজেপি-র বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী, বিনয় কাটিয়ার, সাক্ষী মহারাজের মতো হেভিওয়েটরা। এ মামলায় মোট অভিযুক্ত ৩২ জন।

Advertisment

সমস্ত অভিযুক্তকে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য়, বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দান প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে সম্পন্ন করতে হবে বলে সিবিআই-এর বিশেষ আদালতকে এমন নির্দেশই দিয়েছিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: টিভি-অনলাইনে এবার অযোধ্যার তারকাখচিত রামলীলা, মুখ্য ভূমিকায় অভিনেতা-সাংসদরা

কয়েকদিন আগে, ভিডিও কনফারেন্স মারফত সিবিআই-এর বিশেষ আদালতে হাজিরা দেন আডবানি। এ মামলায় অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী। এ মামলায় ৩২ জন অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর অযোধ্য়ায় ২টি মামলা দায়ের করা হয়। বাবরি মসজিদ ধ্বংসের চক্রান্তের মামলা করা হয়। আরেকটি মামলা করা হয়, মসজিদ ধ্বংসে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে। বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত মামলার সঙ্গে আরও ৪৭টি মামলা অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment