VHP on Bangladesh issue: বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) গুজরাট শাখা বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের ইস্যু রাষ্ট্রসংঘে উত্থাপন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে। মঙ্গলবার হিন্দু হিত রক্ষা সমিতির সদস্যরা আহমেদাবাদে মানববন্ধন করে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছে। বল্লভ সদন থেকে সবরমতী নদীর পাড় উসমানপুরা পর্যন্ত এই মানববন্ধন শুরু হয়।
প্রতিবাদ মিছিলের পরে, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিজেপির নেতারা একটি বৈঠকে অংশ নেন। বৈঠকের সময়, ভিএইচপি গুজরাটের সাধারণ সম্পাদক অশোক রাওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন যাতে তিনি "মানবাধিকার লঙ্ঘন" এবং "হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতা" পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের একটি বৈঠক ডাকার অনুরোধ করেন।
চিঠিতে ভিএইচপি বলেছে, "চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বাংলাদেশকেও পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা উচিত।"
আরও পড়ুন পায়ের তলায় ভারতের জাতীয় পতাকা, গর্জে উঠল রাজপথ, পথে নামল ২০০ সংগঠন
বৈঠকে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি বার্তাও পাঠ করা হয়। বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশে হিন্দুদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করা হচ্ছে, যা সহ্য করা যায় না”।
প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ঢাকা সফরে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী। এবার বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পরের দিনই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ কী পদক্ষেপ করা হয়েছে তা জানাল বাংলাদেশ সরকার। গত ৫ অগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মুহাম্মদ ইউনূস সরকার। আগামীদিনে সংখ্যাটা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার।