লিকার ব্য়ারন বিজয় মাল্য়ের প্রত্য়র্পণের বিষয়ে কেন্দ্রের থেকে স্টেটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। ৬ সপ্তাহের মধ্য়ে স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য়, মাল্য়কে প্রত্য়র্পণের জন্য় ব্রিটেনের আদালতে ‘গোপনে’ আইনি প্রক্রিয়া চলছে বলে কিছুদিন আগেই সর্বোচ্চ আদালতে জানিয়েছিল কেন্দ্র সরকার।
আদালতে শেষবার স্টেটাস রিপোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি মাল্য়র প্রত্য়র্পণের আর্জি ব্রিটেনকে ফরওয়ার্ড করা হয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বর মাসে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্য়াজিস্ট্রেট কোর্টের বিচারক ভারতে মাল্য়র প্রত্য়র্পণের সুপারিশ করেছিলেন।
আরও পড়ুন: বাবরি মামলার রায়দানকারী বিচারকের নিরাপত্তা বাড়াল না সুপ্রিম কোর্ট
এরপরই তা চ্য়ালেঞ্জ করে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হন মাল্য়। যা চলতি বছরের ২০ এপ্রিল খারিজ হয়ে যায়। এরপরই সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। যদিও গত ১৪ মে মাল্য়র সেই আর্জি নাকচ করে দিয়েছে হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চ মাস থেকে ব্রিটেনে রয়েছেন মাল্য়। গতমাসে ভারতের প্রত্য়র্পণের বিরুদ্ধে মাল্য়র আর্জি খারিজ করে দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত বিজয় মাল্য়। গত ২১ মে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে মাল্য়র প্রত্য়র্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নয়া দিল্লি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন