বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে নিজেই বন্যা কবলিত এলাকায় আটকে পড়েন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
মধ্যপ্রদেশের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাতিয়া জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান তিনি।
বিপর্যয় মোকাবিলা দফতরের নৌকা করে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে তিনি পৌঁছান বন্যা কবলিত এলাকায়। সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। এখানেই ঘটে বিপত্তি। তিনি দেখেন বন্যা বিধ্বস্ত অঞ্চলে একটি বাড়ির ছাদে ৯ জন আটকে রয়েছেন। হঠাৎ করেই বাড়ির পাশের একটি গাছ ভেঙে পরে মন্ত্রীর নৌকার ওপর।
আরও পড়ুন অঝোরে কেঁদে চলেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী! কিন্তু কেন? জানতে দেখুন সেই ভিডিও!
আটকে পড়েন মন্ত্রী নিজে। এরপরই তিনি ফোন করেন সরকারি আধিকারিকদের। ঘটনাস্থলে দ্রুত পাঠানো হয় হেলিকপ্টার।
৯ জন যাঁরা আটকে ছিলেন তাঁদের আগে হেলিকপ্টারে তুলে মন্ত্রিমশাই নিজে দড়ি বেয়ে হেলিকপ্টারে ওঠেন।
যে ভিডিও ভাইরাল হয় তাতে দেখা যাচ্ছে সাদা পাজামা এবং কুর্তা পরে মন্ত্রী নরোত্তম মিশ্র, দড়ি বেয়ে হেলিকপ্টারে চড়ছেন। এই ভিডিও ভাইরাল হতেই মন্ত্রীর প্রশংসা করেছেন নেটিজেনরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন