অগুস্তা ওয়েস্টল্য়ান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে অতিরিক্ত চার্জশিট (সাপ্লিমেন্টারি চার্জশিট) পেশ করল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে অন্য়তম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেল, রাজীব সাক্সেনা ও আরও ১৩ জনের। ব্রিটিশ-ইটালিয়ান সংস্থা অগুস্তা ওয়েস্টল্য়ান্ডের সঙ্গে ৩৬০০ কোটির চুক্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন সরকারি আধিকারিকের নামও রয়েছে চার্জশিটে।
উল্লেখযোগ্য়ভাবে চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম নেই প্রাক্তন প্রতিরক্ষা সচিব ও কম্পট্রোলার অ্য়ান্ড অডিটর জেনারেল শশীকান্ত শর্মা, প্রাক্তন এয়ার ভাইস-মার্শাল যসবীর সিং পানেসরের। প্রসঙ্গত, মার্চে শর্মা, পানেসর ও আরও ৩ বায়ুসেনা আধিকারিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়ার দাবি জানিয়েছিল তদন্তকারী সংস্থা। কিন্তু তা এখনও মঞ্জুর হয়নি।
আরও পড়ুন: মুর্শিদাবাদ-এর্নাকুলাম থেকে আল-কায়দার ৯ জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ
২০১৮ সালের ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহি থেকে প্রত্য়র্পণ করা হয় মিশেলকে। ২০১৮ সালে ২২ ডিসেম্বর তাকে গ্রেফতার করে ইডি। গত বছর ৫ জানুয়ারি তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। গত বছরের এপ্রিলে মিশেলের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল। ইডির চার্জশিটে দাবি করা হয়েছিল, অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেনাবেচার 'বাজেট শিটে' এক নেতার উল্লেখ রয়েছে, যাঁকে ‘এপি’ নামে ডাকা হয়েছে। ওই বাজেট শিটটি সুইৎজারল্য়ান্ড থেকে উদ্ধার করা হয়।
২০১৪ সালে ইউপিএ আমলে ৩,৬০০ কোটি টাকার অগাস্টা চপার কেলেঙ্কারি হয়। অভিযোগ ওঠে ইতালিতে তৈরি এই চপার ভারতকে বেচতে দুর্নীতি হয়েছে। ব্রিটেনের নাগরিক ক্রিশ্চিয়ান মিশেল এই চপার দুর্নীতির অন্যতম কুশীলব বলে ছড়িয়ে যায়। মিশল প্রায় ৩৫০ কোটি টাকা পেয়েছিল বলে অভিযোগ। এছাড়াও ভারতের বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের পকেটও ভারী হয়েছিল বলেও অভিযোগ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন