আজ বুধবার প্রকাশিত হল এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE 2018) ফলাফল। প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ হল সাংবাদিক বৈঠকে। এরপর বিকেল চারটে থেকে এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা, এবং চারটের পর তাঁদের র্যাঙ্ক কার্ডও দেখতে ও ডাউনলোড করতে পারবেন www.wbjeeb.in ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন: WBJEE: রাজ্য জয়েন্টের রেজাল্ট আজই, কীভাবে জানবেন ফলাফল?
১,০৫,৯৭৪ জন পরীক্ষার্থী জযেন্ট দিয়েছিলেন, তাঁদের মধ্যে পাশ করেছেন ১,০৫,০৮১ জন, যাঁদের মধ্যে ৭৮ শতাংশ ছাত্র। এ রাজ্য থেকে সফল হয়েছেন ৬৪ শতাংশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছেন ৪৭ শতাংশ। সিবিএসই থেকে সাফল্যের হার ২৮ শতাংশ। আগামী বছর পরীক্ষার সম্ভাব্য তারিখ ২১ এপ্রিল।
প্রথম - অভিনন্দন বোস, সাউথ পয়েন্ট
দ্বিতীয় - দিদীপ্য রায়, হরিয়ানা বিদ্যামন্দির
তৃতীয় - অর্চিস্মান সাহা, ডিপিএস রুবি পার্ক
চতুর্থ - শুভম আগরওয়াল, সেন্ট টমাস বয়েজ স্কুল (ডায়মন্ডহারবার)
পঞ্চম - দেবজ্যোতি কর, এপিজে স্কুল
ষষ্ঠ - নবং বিয়ানি, শ্রী শ্রী অ্যাকাডেমি
সপ্তম - ঋত্বিক গঙ্গোপাধ্যায়, হেমশিলা মডেল স্কুল, দুর্গাপুর
অষ্টম - রণজয় মিদ্যা, অ্যাডামাস ইন্টারন্যাশনাল
নবম - অভিষেক শ্রীবাস্তব, সেন্ট জেভিয়ার্স, রাঁচি
দশম - আয়সী বিদ্যান্ত,বিশাখাপত্তনমের ছাত্রী
মেয়েদের মধ্যে প্রথম বিশাখাপত্তনমের ছাত্রী আয়সী বিদ্যান্ত।
WBJEE 2018 Result
WBJEE 2018 result: কিভাবে দেখবেন
– wbjeeb.nic.in ওয়েবসাইটে যান
– নিউ ট্যাবে লিঙ্কটি খুলুন
–‘WBJEEB 2018 RESULT’ একটি পেজ পাবেন।
– সেখানে প্রয়োজনীয় তথ্য নথিভূক্ত করুন।
– এবার একে একে অ্যাপলিকেশন নম্বর, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিন।
– এবার সাবমিট বোতামে ক্লিক করুন।
– রেজাল্ট পেলে তার একটা প্রিন্ট নিয়ে রাখুন নিজের কাছে।