Advertisment

কেন্দ্র-কৃষকের বৈঠকে অধরা সমাধান সূত্র, পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি এস এ বোবদের পর্যবেক্ষণ, এতদিনও অবস্থার কোনও উন্নতি হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দীর্ঘ একমাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। একাধিকবার কেন্দ্র-কৃষক বৈঠক হলেও এখনও সমাধানসূত্র অধরা। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। এদিকে, আইন বাতিল হবে না জানিয়ে দিয়েছে কেন্দ্র। আগামী ৮ জানুয়ারি ফের বৈঠক রয়েছে দুপক্ষের। এতদিনেও সমাধান না বেরনোয় উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। তবে এখনও সমাধানের আশায় রয়েছে কেন্দ্র। এবং আলোচনাতেই পথ বেরবে বলে মনে করছে সরকার।

Advertisment

কৃষি আইন বাতিলের দাবিতে মামলায় বুধবার শুনানিতে প্রধান বিচারপতি এস এ বোবদের পর্যবেক্ষণ, এতদিনও অবস্থার কোনও উন্নতি হয়নি। যদিও কেন্দ্রের দাবি, কৃষকদের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। কিন্তু শীর্ষ আদালত মনে করছে, দ্রুত সমাধান বের করতে হবে। সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানিয়েছেন, অদূর ভবিষ্যতে দুই পক্ষই ঐক্যমত্যে পৌঁছবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন, ৮ জানুয়ারি ফের বৈঠক রয়েছে দুই পক্ষের। তার আঘে আদালত কোনও সিদ্ধান্তে উপনীত হলে আলোচনার পথ বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন দাবি মানছে না কেন্দ্র, প্রজাতন্ত্র দিবসের আগে কিষাণ প্যারেডের মহড়া দেবেন কৃষকরা

কেন্দ্র ও মামলাকারীদের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত শুনানি সোমবার পর্যন্ত স্থগিত করেছেন। ১১ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে। তার আগে যদি কোনও সমাধান না বেরোয় তাহলে সিদ্ধান্তে আসতে সর্বোচ্চ আদালতকে। এর মধ্যে বৈঠকে কী হল তা আদালতকে জানাতে হবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Law Farmers Movement supreme court
Advertisment