তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ওই এলাকায় বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুন, West Bengal WBBSE results 2018: মাধ্যমিকের ফল প্রকাশ জুন মাসে
তবে দক্ষিণবঙ্গে এদিন বৃষ্টি হবে কিনা, সে পূর্বাভাস এখনও জারি করেনি হাওয়া অফিস। যদিও শনিবার সকাল থেকে কলকাতার আকাশে মেঘ দেখা গিয়েছে। ক’দিন ধরে গরমে পুড়ছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ। গতকালের মতো আজও কলকাতায় অস্বস্তি রয়েছে। গরমে কার্যত হিমশিম অবস্থা শহরবাসীর। সপ্তাহান্তে শেষপর্যন্ত শহরে বৃষ্টি হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।