রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টা দুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে, জানাল হাওয়া অফিস। বিকেল সাড়ে ৩টের মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। বৃষ্টির সঙ্গে ওই এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন, নার্সিং ছাত্রীর আত্মহত্যা ঘিরে ধুন্ধুমার কলকাতার পিয়ারলেস হাসপাতালে
বিকেল ৪টে ১৫ মিনিটের মধ্যে নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই দুই জেলাতেও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন, মৃণালিনী সারাভাইয়ের জন্মশতবর্ষে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগল
তবে কলকাতায় এদিন বৃষ্টি হবে কিনা সে ব্যাপারে এখনও কোনও পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস। শুক্রবারও গরমে নাজেহাল কলকাতাবাসী।