দেশের বিভিন্ন রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। রাজস্থান, উত্তরপ্রদেশে ফের ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে এ রাজ্যেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ৪ মে থেকে ৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি হতে পারে বলে এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মৌসম ভবন। এর মধ্যে কোনও কোনও রাজ্যে প্রবল বৃষ্টি হতে পারে বলেও জানা গেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে। অন্যদিকে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশা, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রের উত্তর উপকূল, কেরালা, তামিলনাড়ুতে বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তামিলনাড়ু ও কেরালায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। এদিন ফের ধুলোঝড়ের মুখে পড়তে পারে রাজস্থান।
আরও পড়ুন, উত্তরপ্রদেশ ও রাজস্থানে আবারও ধেয়ে আসছে ধুলোঝড়! পূর্বাভাস হাওয়া দফতরের
আগামিকালও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিমে। বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীরে। অসম, মেঘালয়, ত্রিপুরায় প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারও রাজস্থানে ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন, ব্যাপক ধুলোঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান ও উত্তরপ্রদেশ, মৃত কমপক্ষে ৭২
রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ ও সিকিমে। বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর অন্ধ্র উপকূল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে। ওই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ অসম ও মেঘালয়ে। ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরায়।
৭ মে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও এ রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, সিকিম, কর্নাটক, তামিলনাড়ুতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার। ওই দিন উত্তর প্রদেশ ও রাজস্থানে ফের ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন, উত্তরপ্রদেশে দলিত ব্যক্তিকে জোর করে মূত্রপান করিয়ে ছেঁটে ফেলা হল গোঁফ
মঙ্গলবারও জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। তামিলনাড়ু, কেরালা, কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারও রাজস্থান ও উত্তরপ্রদেশে ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে ৬, ৭ ও ৮ মে বিদর্ভে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।