Advertisment

মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা, এরাজ্যেও বৃষ্টির পূর্বাভাস

৪ মে থেকে ৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি হতে পারে বলে এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে হাওয়া অফিস। রাজস্থান ও উত্তরপ্রদেশে ধুলোঝড়ের সম্ভাবনা।

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast, rain

৪ মে থেকে ৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

দেশের বিভিন্ন রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। রাজস্থান, উত্তরপ্রদেশে ফের ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে এ রাজ্যেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ৪ মে থেকে ৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি হতে পারে বলে এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মৌসম ভবন। এর মধ্যে কোনও কোনও রাজ্যে প্রবল বৃষ্টি হতে পারে বলেও জানা গেছে।

Advertisment

rain forecast রাজস্থান, উত্তরপ্রদেশে ফের ধুলোঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে। অন্যদিকে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশা, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রের উত্তর উপকূল, কেরালা, তামিলনাড়ুতে বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তামিলনাড়ু ও কেরালায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। এদিন ফের ধুলোঝড়ের মুখে পড়তে পারে রাজস্থান।

আরও পড়ুন, উত্তরপ্রদেশ ও রাজস্থানে আবারও ধেয়ে আসছে ধুলোঝড়! পূর্বাভাস হাওয়া দফতরের

আগামিকালও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিমে। বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীরে। অসম, মেঘালয়, ত্রিপুরায় প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারও রাজস্থানে ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

rain forecast আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি।

আরও পড়ুন, ব্যাপক ধুলোঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান ও উত্তরপ্রদেশ, মৃত কমপক্ষে ৭২

RAIN FORECAST কোথাও কোথাও প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ ও সিকিমে। বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর অন্ধ্র উপকূল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে। ওই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ অসম ও মেঘালয়ে। ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরায়।

৭ মে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও এ রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, সিকিম, কর্নাটক, তামিলনাড়ুতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার। ওই দিন উত্তর প্রদেশ ও রাজস্থানে ফের ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন, উত্তরপ্রদেশে দলিত ব্যক্তিকে জোর করে মূত্রপান করিয়ে ছেঁটে ফেলা হল গোঁফ

মঙ্গলবারও জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। তামিলনাড়ু, কেরালা, কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারও রাজস্থান ও উত্তরপ্রদেশে ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে ৬, ৭ ও ৮ মে বিদর্ভে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

weather rain
Advertisment