Advertisment

Nasrallah Successor Safieddine: নাসরুল্লাহর উত্তরসূরিকে 'খতম' করার ছক, হিজবুল্লাহ'র গোপন আস্তানায় এয়ারস্ট্রাইক ইজরায়েলের

Nasrallah Successor Safieddine: ইজরায়েল ও ইরানের মধ্যে একটানা যুদ্ধ চলছে। ইজরায়েলি সেনাবাহিনী আইডিএফ বেছে বেছে হিজবুল্লাহ'র ঘাঁটি লক্ষ্য করে একের পর এক এয়ার স্ট্রাইক চালাচ্ছে। মাত্র কয়েকদিন আগে ইজরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Israel Iran War

হিজবুল্লাহ'র গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালাল ইজরায়েল

Nasrallah Successor Safieddine: ইজরায়েল ও ইরানের মধ্যে একটানা যুদ্ধ চলছে। ইজরায়েলি সেনাবাহিনী আইডিএফ বেছে বেছে হিজবুল্লাহ'র ঘাঁটি লক্ষ্য করে একের পর এক এয়ার স্ট্রাইক চালাচ্ছে। মাত্র কয়েকদিন আগে ইজরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে। এখন সর্বশেষ খবর অনুসারে নাসরুল্লাহর উত্তরসূরি সাফিউদ্দিনকেও হত্যা করেছে ইজরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম এ বিষয়ে তথ্য দিলেও হিজবুল্লাহ'র তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো সামনে আসেনি। 

Advertisment

তথ্য অনুযায়ী, ২০১৭ সালে সাফিউদ্দিনকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তাকে হিজবুল্লাহ'র শীর্ষ তিন নেতার মধ্যে গণ্য করা হয়। ইতিমধ্যে ইজরায়েল তার অভিপ্রায় স্পষ্ট করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ জঙ্গিদের কোনো ভাবেই রেয়াত করা হবে না।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ জম্মু-কাশ্মীরেও! কতটা প্রস্তুত ভারতীয় সেনা?

যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য!একদিকে ইজরায়েল দক্ষিণ লেবাননের সীমান্তে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অপরদিকে বৈরুতের বিমানবন্দরের কাছে এয়ার স্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশিম সাফিদিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। যে সময় ইজরায়েল হামলা চালায়, সে সময় সাফিদিন সহ হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা বৈঠক করছিলেন। এই হামলায় সাফিউদ্দিনের মৃত্যু হয়েছে বলেই দাবি করেছে ইজরায়েলি সংবাদ মাধ্যম। যদিও হিজবুল্লাহ'র তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। 

ইজরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে মারাত্মক হামলা চালায়। এই হামলায় অন্তত ছয় হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন সাতজন। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের সময় আট ইজরায়েলি সেনা শহীদ হয়েছেন। এর পর বৃহস্পতিবার সকালে ইজরায়েল পাল্টা হামলা চালায়। মধ্য বৈরুতে বোমাবর্ষণ করে ইজরায়েল। হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন সাতজন। ইসরায়েল বলেছে যে তারা বৈরুতে হিজবুল্লাহর একটি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক আরও তলানিতে? দিল্লিতে নিযুক্ত হাইকমিশনরকে ঢাকায় ফেরার জরুরি তলব

মঙ্গলবার গভীর রাতে ইজরায়েলে ১৮১ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়েছিলেন  যারা আমাদের ধ্বংস করতে চায়। তাদের কোনভাবেই রেয়াত করা হবে না।ঈশ্বরের আশীর্বাদে আমরা জয়ী হব। 

Iran Israel-Iran War Hezbollah Hassan Nasrallah
Advertisment