Bangladesh Crisis: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বড় কূটনৈতিক রদবদল, ভারত সহ ৫টি দেশ থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যদিও রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার পিছনে কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি।
উইকেন্ডের মজা নষ্ট হতে দেবেন না! বাইকে লং ট্যুরে যাওয়ার আগে মেনে চলুন এই টিপসগুলি
বাংলাদেশের দৈনিক প্রথম আলো জানিয়েছে, বাংলাদেশের মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতকে অবিলম্বে ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে। যে পাঁচ কূটনীতিককে ঢাকায় ফিরতে বলা হয়েছে, তারা হলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ মোস্তাফিজুর রহমান, নিউইয়র্কে রাষ্ট্রসংঘ সদর দফতরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মহম্মদ আবদুল মুহিত, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহবুব হাসান সালেহ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বড় কূটনৈতিক রদবদলের অংশ হিসেবে প্রতিবেশী দেশ ভারতের হাইকমিশনার সহ পাঁচ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।
লেবাননে ফের ভয়ঙ্কর হামলা চালাল ইজরায়েল, ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, বাস্তুচ্যুত লক্ষাধিক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত নিয়েছে। এরা সবাই শেখ হাসিনা সরকারের আমল থেকে কূটনৈতিক দায়িত্ব পালন করছিলেন। তাই অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞমহল। ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে দূরত্ব আরও বাড়াতে পারে।
বাংলাদেশের ছাত্র সংগঠনগুলি আগস্টের শুরুতে দেশজুড়ে হাসিনা সরকারের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ শুরু করে। প্রবল বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত অগাস্টে দেশ ছাড়তে বাধ্য হন। দেশ ছাড়ার পর তিনি ভারতে আশ্রয় নেন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর নোবেল জয়ী মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় এবং আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট নেতারাও অন্তর্বর্তী সরকারে রয়েছেন। এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা অব্যাহত রয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারত।
মগজধোলাইয়ের অভিযোগ, বিতর্কের মাঝে সুপ্রিম স্বস্তি সদগুরুর