scorecardresearch

দিল্লিকাণ্ডে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ মমতা, কী বললেন?

‘‘যা ঘটছে, তাতে খুবই উদ্বিগ্ন। জানি না কী হচ্ছে! সকলের কাছে শান্তি বজায় রাখার আর্জি রাখছি। পরিস্থিতির উপর নজর রাখছি’’।

mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

দিল্লিতে অশান্তির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘‘শান্তি বজায় রাখা সকলের দরকার। যা ঘটছে, তাতে খুবই উদ্বিগ্ন। সবাইকে বলছি শান্তি বজায় রাখুন’’। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি। এখনও পর্যন্ত এ ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।

আরও পড়ুন: মমতার পরম বন্ধুই কি এবার চরম শত্রু?

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন ভুবনেশ্বর যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি মনে করি, শান্তি বজায় রাখা সকলের দরকার। আমাদের দেশ শান্তির দেশ, মানবতার দেশ। সকলকে নিয়ে একসঙ্গে চলার দেশ। এখানে হিংসার কোনও স্থান নেই। যা ঘটছে, তাতে খুবই উদ্বিগ্ন। জানি না কী হচ্ছে! সকলের কাছে শান্তি বজায় রাখার আর্জি রাখছি। পরিস্থিতির উপর নজর রাখছি’’। প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধিতার অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ পাসের পর দেশের অন্যান্য প্রান্তের মতো বাংলাতেও অশান্তি ঘটেছিল।

আরও পড়ুন: অশান্তির আগুনে জ্বলছে দিল্লি, মৃত বেড়ে ১০

সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে অশান্তির আগুনে জ্বলছে দিল্লি। সোমবারের পর মঙ্গলবারও উত্তপ্ত রাজধানী। উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় এদিন নতুন করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। ওই এলাকায় পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা, চাঁদবাগ, করওয়াল নগর এলাকায় দোকানপাট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। লাঠি-রড হাতে রাস্তায় জমায়েত জনতার। মৌজপুরে এদিন একটি মোটরসাইকেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: West bengal cm mamata banerjee delhi violence