আসামে জাতীয় নাগরিকপঞ্জীর তালিকায় ৪০ লক্ষ মানুষের নাম না থাকার প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল এবার এ রাজ্যেও। উত্তর-পূর্বের ওই রাজ্যে এনআরসি-তে নাম না থাকা নিয়ে এবার প্রতিবাদে সরব হল মতুয়া মহাসংঘ। বুধবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্টেশনে এক ঘণ্টার প্রতীকী রেল অবরোধে শামিল হল মতুয়া সম্প্রদায়। মতুয়াদের অবরোধের জেরে ট্রেন চলাচল থমকে যায় শিয়ালদহ মেইন শাখায়। সঙ্গে বৃষ্টি যোগ হওয়ায় দুর্ভোগ আরও বাড়ে।
বিক্ষোভকারীদের পোস্টার। ছবি: জয়প্রকাশ দাস
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই উত্তর ২৪ পরগনার নৈহাটি, হালিশহর, ঠাকুরনগর, বারাসত, গোবরডাঙা, নিউ বারাকপুর, হাসনাবাদে রেল অবরোধ করেন মতুয়া সম্প্রদায়। দমদম, পলতা স্টেশনেও রেল অবরোধ করেন তাঁরা। বনগাঁ শাখাতেও রেল অবরোধের জেরে অফিস টাইমে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। রেল অবরোধ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানান, ''অসমে এনআরসি-র তালিকা নিয়ে প্রতিবাদে রেল অবরোধ করেছেন মতুয়ারা। পরিস্থিতির উপর নজর রাখছি আমরা।''অন্যদিকে এদিনের রেল অবরোধের জেরে শিয়ালদহ ডিভিশনে ৫১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন, ৪০ লক্ষ নাম বাদ আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে
তবে শুধুমাত্র আসামে এনআরসি-র তালিকা নিয়েই নয়, নাগরিকপঞ্জী নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদেও গর্জে উঠেছেন বিক্ষোভকারীরা। এ রাজ্যে ক্ষমতায় এলে তাঁরাও নাগরিকপঞ্জীর খসড়া প্রকাশ করবেন বলে গতকাল মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ।