Advertisment

পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে বোমা বিস্ফোরণে নিহত ২, জখম কয়েকজন

পঞ্চায়েত ভোটের দিন পূর্ব মেদিনীপুর জেলার অর্জুননগর গ্রামে বোমা ফেটে মৃত ২, জখম অনেকে, উলুবেড়িয়াতেও বোমা ফেটে জখম ২।

author-image
IE Bangla Web Desk
New Update
A dummy acting as a motorcycle suicide bomber is blown up next to a vehicle during a course on blast scene investigation near Hua Hin

বোমা বিস্ফোরনে নিহত দুই (প্রতীকী ছবি)

পঞ্চায়েত ভোটে দিনভর অশান্তির আগুনে তেঁতে ছিল গোটা রাজ্য। ভোটে হিংসার জেরে কমপক্ষে ১৪ জনের প্রাণ ঝরেছে এ রাজ্যে। সোমবার রাতের মৃত্যুর ঘটনা ঘটল।  দুটি আলাদা জায়গায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল দু’জনের, জখম অনেকে। পূর্ব মেদিনীপুর জেলার অর্জুননগর গ্রামে বোমা ফেটে ২ জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন অনেকে। অন্যদিকে, হাওড়ার উলুবেড়িয়ায় বোমা ফেটে জখম হয়েছেন ২ জন।

Advertisment

আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: বিজেপি ও টিএমসি’র বিরুদ্ধে শিশুদের ভোটে কাজে লাগানোর অভিযোগ

মৃত ২ জনের মধ্যে একজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। মৃতদের মধ্যে একজনের নাম বকুল বারিক। তবে মৃতরা কোন দলের সঙ্গে যুক্ত, সে ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বকুলের বাড়িতেই বোমা বাঁধার কাজ চলত বলে জানতে পেরেছে পুলিশ।

অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়ায় বোমা ফেটে জখম হয়েছেন দীপক সিং ও প্রতাপ মণ্ডল নামের দুই ব্যক্তি। জখম ২ জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

bomb blast
Advertisment