Advertisment

জাঠ শক্তি প্রদর্শনেই হরিয়ানায় গেরুয়া ধস?

জাঠ অধ্যুষিত এলাকায় খাতা খুলতেই পারেনি পদ্মশিবির। বেরি, ঝাঁঝর, বরোদা, বদলি, মেহমে বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রীদের হাজার হাজার ভোটে পরাজিত করেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হরিয়ানার প্রথম অ-জাট মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর

লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে হরিয়ানায় বিরোধীরা সাফ হলেও বিধানসভা নির্বাচনে কার্যত প্রতিপক্ষের 'অস্বস্তিকর' অস্তিত্ব হাড়েহাড়ে টের পেতে হল পদ্মশিবিরকে। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪০টি আসন পাওয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে থাকতে হল বিজেপি-কে। উল্লেখযোগ্যভাবে, জাঠ এবং মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতেই পরাজয় ঘটেছে মোদী-শাহর দলের। সম্প্রতিক লোকসভা নির্বাচনে হরিয়ানার জাঠ অধ্যুষিত দশটি লোকসভা আসনে বিজেপি জয়ী হওয়া সত্ত্বেও বিধানসভা নির্বাচনে নয়টি বিধানসভা কেন্দ্রেই পরাজয় ঘটেছে পদ্ম শিবিরের।

Advertisment

আরও পড়ুন- কেরালায় বিজেপি শূন্য, দখল কায়েম বাম-কংগ্রেসের

বৃহস্পতিবারের ফলাফলে দেখা যাচ্ছে, জাঠ অধ্যুষিত এলাকায় খাতা খুলতেই পারেনি পদ্মশিবির। বেরি, ঝাঁঝর, বরোদা, বদলি, মেহমে বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রীদের হাজার হাজার ভোটে পরাজিত করেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনে যে সোনিপথ কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডাকে হেলায় হারিয়েছিল বিজেপি, এবার সেই সোনিপথের বরোদা বিধানসভা কেন্দ্রে বিজেপির যোগেশ্বর দত্তকে পরাজিত করেছেন 'কংগ্রেসের শ্রীকৃষ্ণ' হুডা। ধর্ম-বর্ণের ভেদাভেদই জাঠ অধ্যুষিত আসনে বিজেপি প্রার্থীদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ।

হরিয়ানার নুহ এলাকায় আইএনএলডি থেকে বিজেপিতে যোগ দেওয়া জাকির হুসেনকে ৪০৩৮টি ভোটে পরাজিত করে বিজেপি। অন্যদিকে, ঝিড়কা এলাকায় বিজেপির নাসিম আহমেদকে প্রায় ৩৭০০৪ ভোটে পরাজিত করে কংগ্রেসের মামন খান। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেতেই নিজ নিজ কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে পরাজিত বিজেপি প্রার্থীরা। হরিয়ানায় নিজেদের ভিত শক্ত করতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের নিয়েই নীল নকশা তৈরি করেছিলেন বিজেপির মনোহর লাল খাট্টার। কিন্তু, নির্বাচনের ফলাফলে সেই নকশা যে ব্যর্থ তা স্পষ্ট হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, অ-জাঠ মনোহর লাল খাট্টারের নির্বাচনী কৌশলকে মাত করেছেন হরিয়ানার জাঠ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডাই।

আরও পড়ুন- ‘ধর্মের ভিত্তিতে ভাগাভাগি চাই না’, এনআরসি ইস্যুতে ফের সরব মমতা

প্রসঙ্গত, জাঠদের ক্ষেত্রে বিজেপির নেতিবাচক মনোভাবই জাঠ অধ্যুষিত এলাকায় বিজেপির ব্যর্থতার কারণ বলে মনে করছে একাংশের রাজনৈতিক পর্যবেক্ষকরা। হরিয়ানায় নির্বাচন পূর্ববর্তী সময়ে জাঠ সংরক্ষিত আসন বিতর্কে প্রাণ হারিয়েছিলেন ৪০জন। আপাতদৃষ্টিতে এই বিছিন্ন ঘটনার জেরেই জাঠ রাজ্যে জোর ধাক্কা খেল গেরুয়া রথ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। খতিয়ান দেখলে বোঝা যায়, জাঠ অধ্যুষিত নুহতে বিজেপি যেখানে পেয়েছে ৩৪২৫৮টি ভোট, কংগ্রেস সেখানে পেয়েছে ৮২১১৬টি। ঝিরখাতে বিজেপির আসন সংখ্যা যেখানে ২৬৪৬৬টি কংগ্রেস সেখানে ১ লক্ষেরও বেশি আসনে জয়লাভ করেছে। জাঠ ভোটব্যাঙ্কে ধসই হরিয়ানায় বিজেপির ধাক্কা খাওয়ার প্রধান কারণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।

Read the full story in English

Advertisment