Advertisment

'করোনাকে রুখে মানুষের প্রাণ বাঁচানোই লক্ষ্য়', ট্রাম্পের অনুদান বন্ধের পাল্টা জবাব হু'র

'অতিমারী করোনাকে রুখে মানুষের প্রাণ বাঁচানোই এখন প্রধান লক্ষ্য়', মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কারকে কার্যত আমল না দিয়ে এ ভাষাতেই মুখ খুলেছে হু।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, করোনা

প্রতীকী ছবি।

ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর অবশেষে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা (হু)। 'অতিমারী করোনাকে রুখে মানুষের প্রাণ বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য়', মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কারকে কার্যত আমল না দিয়ে এ ভাষাতেই মুখ খুলেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। উল্লেখ্য়, করোনা মোকাবিলায় হু'র বিরুদ্ধে ব্য়র্থতার অভিযোগ তুলে ক'দিন আগেই সোচ্চার হয়েছিলেন ট্রাম্প। এরপর বিশ্ব আর্থিক সংস্থাকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে আমেরিকা।

Advertisment

ঠিক কী বলেছে হু?

বিশ্ব স্বাস্থ্য় সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম গেব্রেইয়েসুস টুইটারে লিখেছেন, ''নষ্ট করার সময় নেই এখন। হু'র একটাই লক্ষ্য় এখন, সেটা হল মানুষের জীবন বাঁচানো এবং অতিমারী করোনাকে রোখা''।

আরও পড়ুন: স্য়ানিটাইজেশন কর্মীদের সুরক্ষার কিট দেওয়া হয়েছে’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় বিশ্ব স্বাস্থ সংস্থা সম্পূর্ণ ব্যর্থ। চিন থেকে ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে হু কোনও কাজই করেনি। এই অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে আমেরিকা। করোনা প্রেস ব্রিফিংয়ে প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভাইরাস রোধ করতে হু তার মৌলিক কর্তব্য় পালনে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় সংস্থাকেই নিতে হবে। হু'র কাজ পর্যালোচনা করে তবেই ফের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, আপাতত তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।’ প্রতিক্রিয়ায় রাষ্ট্রসংঘ জানিয়েছে, এটা অনুদান কমানোর সময় নয়, উল্টে পাশে থেকে একযোগে কাজ করতে হবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment