Advertisment

Canada's Next PM: কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা, চিনে নিন অনিতা আনন্দকে!

Canada's Next PM: কে অনিতা আনন্দ? যিনি কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন? ভারতের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে অনিতার। বদলে যেতে পারে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক

author-image
IE Bangla Web Desk
New Update
Canada's Next PM

কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা, চিনে নিন অনিতা আনন্দকে! Photograph: (ফাইল ছবি)

Anita Anand: কে অনিতা আনন্দ? যিনি কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন? ভারতের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে অনিতার। বদলে যেতে পারে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী  হিসাবে অনিতার নাম  উঠে আসছে। অনিতাকে নিয়ে দলে ঐকমত্যও রয়েছে।  এমনটা হলে তিনিই হবেন কানাডায় প্রধানমন্ত্রী হিসাবে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা।  

Advertisment

প্রায় এক দশকের শাসনের পর সোমবার (৬ জানুয়ারি) পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যার জেরে রাজনৈতিক মহলে আলোড়ন তুঙ্গে। তার উত্তরসূরি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনিতা আনন্দ, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নির মতো বিশিষ্ট নাম উঠে আসছে। এর মধ্যে, ভারতীয় বংশোদ্ভূত  অনিতা আনন্দকে তার অতীতের দুর্দান্ত  রেকর্ডের কারণে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনিতা আনন্দ যদি কানাডার প্রধানমন্ত্রী হন, তাহলে আশা করা হচ্ছে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হবে। ট্রুডোর শাসনকালে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল। 

কানাডায় প্রচুর সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। এমন পরিস্থিতিতে ভারতীয় বংশোদ্ভূত কারোর সেদেশের প্রধানমন্ত্রী হওয়া ভারতের দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ । এর আগে, ট্রুডোর শাসনকালে, হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।  কানাডা সরকার এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি। ফলে দলের অভ্যন্তরে অন্যান্য নেতাদের সঙ্গে ট্রুডোর সম্পর্কের অবনতি ঘটে। অনেকেই তার পদত্যাগ দাবি করেন।

Advertisment

বিবিসি ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দকে ৫ শীর্ষ প্রধানমন্ত্রী পদ প্রার্থীর তালিকায় তুলে ধরেছে। যিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। ৫৭ বছর বয়সী অনিতা আনন্দ বর্তমানে দেশের পরিবহন ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার শিক্ষাগত ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনিতা আনন্দ কুইন্স ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল স্টাডিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আইনশাস্ত্রে স্নাতক, ডালহৌসি এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক সম্পন্ন করেছেন। উপরন্তু, তিনি ইয়েল, কুইন্স ইউনিভার্সিটি এবং ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ছিলেন।

অনিতা আনন্দের জন্ম নোভা স্কটিয়ার কেন্টভিলে। তার মা, বাবা সরোজ ডি. রাম এবং এস.ভি. আনন্দ, দুজনেই ছিলেন ভারতীয় চিকিৎসক। তার দুই বোন গীতা ও সনিয়া আনন্দও নিজ নিজ ক্ষেত্রে সফল। অনিতা আনন্দ ২০১৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন।

তিনি COVID-19 মহামারী চলাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, 2021 সালে, তাকে কানাডার প্রতিরক্ষা মন্ত্রী করা হয়েছিল, যেখানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনকে সাহায্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Canada Justin Trudeau
Advertisment