পুলওয়ামায় জঙ্গি হানায় কেড়ে নিয়েছিল স্বামীর প্রাণ। ভারতীয় সেনার মেজরের মরদেহের উপর স্ত্রীর বুক ফাটা কান্না দেখেছিল গোটা দেশ। বীর শহিদ স্বামীর জুতোয় এবার পা গলালেন স্ত্রী। পুলওয়ামায় শহিদ মেজর বিভূতিশঙ্কর ধৌন্ডিয়ালের স্ত্রী নিকিতা কল এবার থেকে ভারতীয় সেনার অফিসার নিকিতা কল। শনিবার তাঁকে সেনার উর্দি এবং কাঁধে তারা আটকে দিলেন নর্দার্ন কম্যান্ডের লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশী।
চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে এদিন একটি অনুষ্ঠানে নিকিতাকে এই সম্মান তুলে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রকের উধমপুর সেক্টরের জনসংযোগ আধিকারিক তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই গর্বের মুহূর্ত পোস্ট করেছেন। যখন নিকিতাকে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করা হচ্ছিল।
আরও পড়ুন বেসরকারিকরণের পথে একধাপ এগোল রেল, ‘মুছে ফেলা হল’ কয়েক হাজার শূন্যপদ
টুইটারে লেখা হয়েছে, মেজর বিভূতিশঙ্কর ধৌন্ডিয়াল ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে আত্মবলিদান দিয়েছিলেন। শৌর্যচক্র প্রাপ্ত সেই বীর শহিদের স্ত্রী নিকিতা কল এদিন ভারতীয় সেনার উর্দি গায়ে চাপালেন। এই গর্বের মুহূর্তে নর্দার্ন কম্যান্ডের লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশী নিজের হাতে তাঁর কাঁধে তারা আটকে দেন।
আরও পড়ুন বড় ঘোষণা মোদী সরকারের! অ-মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দিতে ‘বিশেষ ব্যবস্থা’
কাশ্মীরের পুলওয়ামার সেদিন বীরত্বের পরিচয় দিয়ে শহিদ হন বিভূতিশঙ্কর। পরে মরণোত্তর শৌর্য চক্র সম্মাননা তাঁকে দেওয়া হয়। স্বামীর কফিনবন্দি দেহের উপর সেদিন অঝোরে কেঁদেছিলেন নিকিতা। চিরবিদায় জানানোর আগে চিৎকারে বলেছিলেন, সে তাঁকে খুব ভালবাসে। আর সেই ভালবাসার মর্যাদা দিতেই স্বামীর মতো সেনায় যোগ দিয়ে ভারত মাতার জন্য জীবন উৎসর্গ করতে চান নিকিতা। তাই তো বলে, একজন সৈনিক শুধু সে একা নয়, বরং তাঁর গোটা পরিবার দেশের জন্য় সমর্পিত করে নিজেকে। তাই নিকিতাও তাঁর স্বামীর পদাঙ্ক অনুসরণ করলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন