Pahalgam terror attack: 'বদলা' চেয়ে ফুঁসছে দেশ! 'আগুনে প্ল্যান' রেডি?

Rajnath Singh on Pahalgam terror attack: কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, 'সরকার এই জঘন্য ঘটনায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে'

Rajnath Singh on Pahalgam terror attack: কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, 'সরকার এই জঘন্য ঘটনায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে'

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Pahalgam Terror Attack..

বদলার আগুনে ফুঁসছে 'মোদীর ভারত'! কিছু সময়েই পহেলগাঁওয়ে হামলার যোগ্য জবাব

Rajnath Singh on Pahalgam terror attack: 'কিছু সময়েই যোগ্য জবাব'.... হুঙ্কার রাজনাথের। পহেলগাঁওয়ে জঙ্গি  হামলায় মৃত্যু হয়েছে ২৮ জনের। এরপরই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, 'সরকার এই জঘন্য ঘটনায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং কেবল এই ঘটনার জন্য যারা দায়ি তারা নয়, যারা পর্দার আড়ালে লুকিয়ে আছে তাদের খুঁজে বের করা হবে, আইনের আওতায় নিয়ে আসা হবে'। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ছাড়াও বৈঠকে ছিলেন সামরিক বাহিনী উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। 

Advertisment

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু! কোচি থেকে কানপুর, কলকাতা থেকে রায়পুর হাহাকার সর্বত্র

গতকালই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই  "জঘন্য কাজ"-এর পিছনে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। সৌদি আরবের দুই দিনের সফর সংক্ষিপ্ত করে  প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লিতে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে ছুটে যান। দিল্লিতে অবতরণের পরপরই প্রধানমন্ত্রী মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিস্রির সঙ্গে জরুরি বৈঠক করেন।

Advertisment

৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠল কাশ্মীর। আজ সম্পূর্ণরূপে অচল উপত্যকা। সাধারণ মানুষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। দোকানপাট, বেসরকারি স্কুল, কলেজ এবং পেট্রোল পাম্প সবই বন্ধ রয়েছে। মানুষ জাতোয় পতাকা হাতে রাস্তায় নেমে সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান তোলেন। এর মাঝেই পাকিস্তানের পতাকা এবং টায়ার পোড়ানো হয়। রাস্তায় নেমে সাধারণ মানুষকে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গিয়েছে। এদিকে গতকালের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার সুর চড়িয়েছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ভারত কখনোই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না। এই জঘন্য হামলার অপরাধীদের কোনও মূল্যেই রেয়াত করাহবে না"।

 স্ত্রী-সন্তানদের সামনেই গুলিতে ঝাঁঝরা! পহেলগাঁওয়ে জঙ্গি নিশানায় ভ্রমণপ্রিয় ৩ বাঙালি পর্যটক

pahalgam terror attack