Advertisment

Diwali 2024: 'সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক আগামী', দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Diwali 2024: আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। আজকের এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি সকলের সুখ ও সৌভাগ্যময় জীবনের কামনা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Diwali 2024

আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। আজকের এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Diwali 2024: আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। আজকের এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি সকলের সুখ ও সৌভাগ্যময় জীবনের কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের আশীর্বাদের সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। আগামী দিন সকলের মঙ্গলময় হোক'।   

Advertisment

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে মুর্মু লিখেছেন, "দীপাবলি উপলক্ষ্যে, আমি ভারতে এবং বিদেশে বসবাসরত সকল ভারতীয়দের আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।" নাগরিকদের উদ্দেশে তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেন, "দীপাবলি হল আনন্দের উৎসব। এই উৎসব একটি উজ্জ্বল ভবিষ্যতের আশার আলোর সন্ধান দেয়'।  তিনি বলেন, "দীপাবলি উপলক্ষ্যে, আমাদের বিবেককে জাগ্রত করার এবং প্রেম, সমবেদনা এবং সামাজিক সম্প্রীতির মতো গুণগুলি গ্রহণ করার সংকল্প করা উচিত। এই  উৎসবে বঞ্চিত ও দরিদ্রদের সাহায্য করার এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করার সংকল্প সকলের নেওয়া উচিত। আসুন আমরা একটি সুস্থ, সমৃদ্ধ এবং সংবেদনশীল সমাজ গড়তে এবং দূষণমুক্ত দীপাবলি উদযাপনের সংকল্প করি।"

১০০ ভরি সোনায় সজ্জিত নৈহাটির বড়মা, বাড়ি বসে পুজো কীভাবে? বাম্পার ব্যবস্থা জানুন

আজ দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে দীপাবলি। দেশে আজ খুশির আমেজ। আলোর রশনাইয়ে সেজে উঠেছে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি-ঘর। দীপাবলি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন "দেবী লক্ষ্মীর কৃপায় সবকিছু মঙ্গলময় হোক'। মোদী ছাড়াও   স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অনেকেই দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। টুইট করে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইটে লিখেছেন, "দেশবাসীকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আলোর এই ঐশ্বরিক উৎসবে, আমি সকলের সুস্থ, সুখী এবং সৌভাগ্যময় জীবন কামনা করছি। মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের আশীর্বাদে সবকিছু মঙ্গলময় হোক।"

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আলোর উৎসব, দীপাবলিতে সকল দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা। আলোর উৎসব আপনাদের সকলের জীবনে নতুন শক্তি, সমৃদ্ধি নিয়ে আসুক।" দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, "দীপাবলির পবিত্র উৎসবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাক, এটাই আমার কামনা।"

'আঁধার কেটে আলো আসুক প্রতিটা ঘরে', প্রিয়জনকে জানান দীপাবলি, কালীপুজোর শুভেচ্ছা

 

modi diwali 2024
Advertisment