Advertisment

Naihati Boro Maa Puja 2024: ১০০ ভরি সোনায় সজ্জিত নৈহাটির বড়মা, বাড়ি বসে পুজো কীভাবে? বাম্পার ব্যবস্থা জানুন

Naihati Boro Maa Puja 2024: আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। আজ দীপাবলি। রঙিন আলোয় সেজে উঠেছে নৈহাটি। গঙ্গাপাড়ের শহরের সঙ্গে জুড়ে রয়েছে বড়'মার পুজোর মাহাত্ম্য।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
naihati boro maa

'ধর্ম হোক যার যার, বড়মা সবার'। শতাব্দী প্রাচীন বড়মা'র খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও।

Naihati Boro Maa Puja 2024: 'ধর্ম হোক যার যার, বড়মা সবার'। শতাব্দী প্রাচীন বড়মা'র খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও। কালীপুজোর দিনে নৈহাটির বড়মা'কে দেখতে ভিড় জমান লাখ লাখ ভক্ত। কথিত আছে বড়মার কাছে কিছু মানত করলে মা তাঁকে খালি হাতে ফেরান না। এমনই প্রচলিত ধারণা থেকে নৈহাটি ও সংলগ্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে কালীপুজোর দিন বড় মা'র মন্দির চত্ত্বরে কার্যত মানুষের ঢল নামে।

Advertisment

শতাব্দী প্রাচীন মাতৃ দর্শনে এমনিতে সারা বছর ভিড় লেগে থাকলেও কালীপুজোর দিনে নৈহাটির আকাশ-বাতাস জুড়ে যেন শুধুই বড়মা অলৌকিক মাহাত্ম্যর কাহিনী ভেসে বেড়ায়। ইতিমধ্যে বড়মার পুজো ১০০ বছর পেরিয়েছে।

boro ma
জেনে নিন পুজোর নির্ঘন্ট 

কালীপুজোয় ঠিক কোন সময়ে গেলে বড় মা'র পুজো দিতে পারবেন? মা-কে দর্শন করতে গেলেই বা সঠিক কোন সময়? অঞ্জলি,ভোগ বিরতণের সময়ই বা কখন? আজকের এই প্রতিবেদনে জেনে নিন নৈহাটির বড় মা'র পুজোর বিষয়ে যাবতীয় তথ্য।  
 
আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। আজ দীপাবলি। আলোয় সেজে উঠেছে গঙ্গা পাড়ের শহর নৈহাটি। এই শহরের সঙ্গে জুড়ে রয়েছে বড়'মার পুজোর মাহাত্ম্য। বড়মা'র মন্দির কমিটির তরফে জানানো হয়েছে ৩১ অক্টোবর রাতেই বড়মার পুজো অনুষ্ঠিত হবে। 

আগামীকাল অমাবস্যা তিথি শুরু দুপুর ৩টে বেজে ৯মিনিটে। শেষ হবে শুক্রবার সন্ধ্যা ৫টা বেজে ৯মিনিটে। ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মানতের পুজো নেওয়া হচ্ছে মন্দির প্রাঙ্গনেই। এদিকে পুজো উপক্ষ্যে আজ ৩০অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকবে।

অপার ভক্তির মানত যায় না বিফলে! দেবী বর্গভীমার 'অনুমতি' নিয়েই কালীপুজোর শুরু এতল্লাটে

বৃহস্পতিবার রাতে বড়মা'র পুজো শুরু হবে রাত ১১ টায়। পুষ্পাঞ্জলি শুরু হবে রাত্রি ১টায় । পুজো শেষে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। ৪ নভেম্বর বিকেল ৪টায় গঙ্গাবক্ষে মায়ের প্রতিমার নিরঞ্জন করা হবে। তার আগে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় ১০০ ভরি সোনা ও রুপোর গয়নায় সেজে উঠবেন মা। পুজো উপলক্ষ্যে নিরাপত্তার এলাহি ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে বড় মা'র কাছে অনলাইনে পুজো দেওয়ার প্রক্রিয়াও চালু রয়েছে। এর জন্য মন্দির কমিটির তরফে দুটো নম্বর দেওয়া হয়েছে। বড়মার অফিসের ফোন নম্বর ০৩৩ ২৫৮১-৫৬৭৭। সাধারণ পুজো দিতে হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন ৮২৪০৮২০০০৩ নম্বরে। এই নম্বরে মেসেজ করলেই মন্দির কমিটির তরফে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সহ যাবতীয় বিবরণ পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশিপুজোর দিন সারাদিন ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি চলবে সম্প্রচার। একই সঙ্গে Joy Boro Maa Apps এর মাধ্যমেও ভক্তরা পুজো দিতে পারবেন।

৫০০ বছর পর অযোধ্যায় জমকালো দীপাবলি, জ্বলবে ২৮ লাখ প্রদীপ! তৈরি হবে নয়া বিশ্বরেকর্ড!

কীভাবে যাবেন বড় মা'র পুজোয়-
শিয়ালদা থেকে সরাসরি মেইন লাইনের যে কোন ট্রেনে চেপে নেমে পড়ুন নৈহাটি স্টেশন, নেমে এক নম্বর  প্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র ৪ মিনিটের হাঁটা  পথে পৌঁছে  যান বড়মা'র মন্দিরে। হাওড়া থেকে সরাসরি ব্যান্ডেল নেমে ট্রেনে চেপে চলে আসুন নৈহাটি স্টেশনে এক নম্বর  প্যাটফর্ম থেকে বেরিয়ে কয়েক মিনিটের হাঁটা  পথে চলে আসুন বড় মার মন্দিরে। চাইলে আপনি সরাসরি চুঁচুড়া থেকে ফেরি ঘাট পেরিয়ে সরাসরি হেঁটে  আসতে পারেন বড় মা'র পুজো দেখতে। কল্যাণী, রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর থেকে যারা আসতে চান তারা ট্রেনে চেপে নেমে পড়ুন নৈহাটি স্টেশন, নেমে এক নম্বর  প্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র ৪ মিনিটের হাঁটা  পথে পৌঁছে  যান বড়মা'র মন্দিরে। 

Naihati Boro Maa diwali 2024
Advertisment