Advertisment

বেসরকারিকরণের পথে একধাপ এগোল রেল, 'মুছে ফেলা হল' কয়েক হাজার শূন্যপদ

Railway News IRCTC: কর্মী সংগঠনগুলির মতে রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেসরকারিকরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলেই অভিযোগ করছেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
corona railways lockdown, ভাতীয় রেল, ট্রেন, বেসরকারিকরণ, রেলের খবর, indian railways, indian railway recruitment 2021, indian railway pnr status, indian railways recruitment, indian railways news, indian railway ticket booking, indian railway jobs, indian railway enquiry, indian railway time table indian railway app

ভারতীয় রেলে ফের বড় সিদ্ধান্ত নেওয়া হল

Indian Railway: ভারতীয় রেলওয়েতে বেশ কিছু শূন্যপদ যা 'অতিরিক্ত' হিসেবে বিবেচিত হয়েছে তেমন ১৩ হাজার ৪৫০টি পদকে মুছে ফেলার কাজ শুরু হয়েছে। দেশের সব ক'টি রেলওয়ে জোনে অতিরিক্ত পদ যা রয়েছে তা বিলুপ্ত করার কাজ চলছে।

Advertisment

রেল বোর্ডের এগজিকিউটিভ ডিরেক্টর উমেশ বালোন্দা এই মর্মে প্রতিটি জোনকে চিঠি দিয়েছেন বলেই রেল সূত্রে খবর প্রযুক্তির উন্নতি হওয়ায় বেশ কিছু পদ ও কাজ অপ্রয়োজনীয় হয়ে পড়ছে ভারতীয় রেলের কাছে। তাই আগের তুলনায় অনেক কম কর্মীর প্রয়োজন হচ্ছে দফতরে।

আরও পড়ুন, বড় ঘোষণা মোদী সরকারের! অ-মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দিতে ‘বিশেষ ব্যবস্থা’

এদিকে কর্মী সংগঠনগুলির মতে রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেসরকারিকরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলেই অভিযোগ করছেন তাঁরা। তবে পীযূষ গোয়েল মন্ত্রকের তরফে জানান হয়েছে যে 'বিজ্ঞানসম্মত ভাবে' কর্মীদের বিন্যাসের লক্ষ্যে রেলবোর্ড সমীক্ষা চালিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেমন পূর্ব রেলে ১৩০০, দক্ষিণ-পূর্বে ৯০০ এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলে ৬৫০টি পদ 'অপ্রয়োজনীয়' চিহ্নিত হয়েছে। উত্তর রেলে ২,৩৫০টি পদ এক বছরের মধ্যে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিলুপ্তিকরণের ফলে কর্মীদের চাকরি যাওয়ার সম্ভাবনা নেই এমনটাই জানান হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway
Advertisment