scorecardresearch

ভারতে ইন্টারনেট ব্যবহারে অনেক পিছিয়ে মহিলারা, জেনে নিন তালিকার প্রথম ও শেষে কোন রাজ্য?

পুরুষদের তুলনায় মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার হার মহিলাদের মধ্যে ৩৩ শতাংশ কম৷

ভারতে ইন্টারনেট ব্যবহারে অনেক পিছিয়ে মহিলারা, জেনে নিন তালিকার প্রথম ও শেষে কোন রাজ্য?

অক্সফ্যাম ইন্ডিয়ার একটি সমীক্ষায় বলা হয়েছে যে ভারতে ইন্টারনেট ব্যবহারে পুরুষদের তুলনায় মহিলারা এখনও অনেক পিছিয়ে। রিপোর্টে বলা হয়েছে যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের মাত্র এক-তৃতীয়াংশ মহিলা। রবিবার এনজিও দ্বারা প্রকাশিত ‘ইন্ডিয়া ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২২: ডিজিটাল ডিভাইড’ অনুসারে ভারতীয় মহিলাদের মধ্যে ১৫ শতাংশের কম মহিলার নিজস্ব মোবাইল ফোন রয়েছে। পাশাপাশি পুরুষদের তুলনায় মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার হার মহিলাদের মধ্যে ৩৩ শতাংশ কম৷

রিপোর্টে গ্রামীণ-শহুরে ডিজিটাল বিভাজনের দিকেও ইঙ্গিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বছরে ১৩ শতাংশের একটি উল্লেখযোগ্য (ডিজিটাল) বৃদ্ধির হার সত্ত্বেও, শহরের ৬৭ শতাংশের তুলনায় গ্রামীণ জনসংখ্যার মাত্র ৩১ শতাংশ মহিলা ইন্টারনেট ব্যবহার করেন। রিপোর্টটি জানুয়ারি ২০১৮ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত পরিচালিত সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: [ দ্বিতীয় দফার নির্বাচনে ভোট দিলেন অমিত শাহ,পরিবর্তনের ডাক রাহুল গান্ধীর ]

রাজ্যগুলির মধ্যে, মহারাষ্ট্রে সর্বাধিক মহিলা ইন্টারনেট ব্যবহার করেন। তারপরে গোয়া এবং কেরালা। যেখানে বিহারে মহিলাদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার সর্বনিম্ন, এরপর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। রিপোর্টে বলা হয়েছে। NSS (2017-18) অনুসারে, যে কোন কোর্সে নথিভুক্ত ছাত্রদের মাত্র নয় শতাংশের কম ইন্টারনেট সহ একটি কম্পিউটারে অ্যাক্সেস ছিল এবং নথিভুক্ত ছাত্রদের ২৫ শতাংশ যে কোনও ধরণের ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে পেরেছিল

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Women constitute one third of internet users in india study