/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/modi-jinping-759.jpg)
শি জিনপিং ও মোদী। ছবি: টুইটার।
ভারত সফরে আসছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১১ ও ১২ অক্টোবর চিনের প্রেসিডেন্টের ভারত সফরের কথা নিশ্চিত করেছে বিদেশমন্ত্রক। ২০১৮ সালের উহান সম্মেলনের পর এ নিয়ে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘরোয়া বৈঠক করতে চলেছেন চিনা প্রেসিডেন্ট। ১১-১২ অক্টোবর চেন্নাইয়ে মোদীর সঙ্গে ঘরোয়া বৈঠকে অংশ নেবেন জিনপিং।
আরও পড়ুন: রাহুল হঠাৎ চলে যাওয়াতেই কংগ্রেস হারের কারণ বিশ্লেষণ করতে পারেনি: খুরশিদ
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের বিরোধিতা জানিয়ে বিশ্ব দরবারে সোচ্চার হয়েছে পাকিস্তান। ইসলামাবাদের সঙ্গে চিনের ‘মধুর’ সম্পর্কের কথা সর্বজনবিদিত। এই প্রেক্ষাপটে চিনা প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। যদিও কাশ্মীর ইস্যু সমাধান ভারত-পাকিস্তানকেই করতে হবে বলে বার্তা দিয়েছিল চিন।
President of China, Xi Jinping will visit Chennai from October 11-12 for the 2nd Informal Summit between India and China. pic.twitter.com/6CZur0tOBT
— ANI (@ANI) October 9, 2019
আরও পড়ুন: অযোধ্যা মামলা: মধ্যস্থতার আহ্বানে সাড়া দিল না মসজিদ পক্ষ
চিনা প্রেসিডেন্টের ভারত সফর প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘‘চেন্নাইয়ে ঘরোয়া বৈঠকে দুই দেশের রাষ্ট্রনেতা মুখোমুখি হবেন। ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মোদী-জিনপিংয়ের আলোচনা হবে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তরান্বিত করা নিয়ে আলোচনা করা হবে’’। উল্লেখ্য, সম্মেলনের দু’দিন আগে ঘরোয়া বৈঠকের কথা ঘোষণা করা হল। এর আগে, গত বছর ইনফর্মাল সামিটের ৫ দিন আগে ঘোষণা করা হয়েছিল।
Read the full story in English