/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/rana-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
আর্থিক তছরুপের মামলায় ইয়েস ব্য়াঙ্কের কর্ণধার রানা কাপুরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। লন্ডনে ১২৭ কোটি টাকা মূল্য়ের রানার ফ্ল্য়াট অ্য়াটাচ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সম্পত্তি হস্তান্তর করার চেষ্টা করছিলেন রানা, এমনটাই দাবি ইডি-র।
উল্লেখ্য়, ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ইয়েস ব্য়াঙ্কের কর্ণধারকে গ্রেফতার করেছিল ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, রানার পরিবারের সদস্য়দের বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করার মাধ্য়মে এই ঘুষের টাকা নেওয়া হয়েছে। রানা কাপুর ও অন্য়ান্য়দের বিরুদ্ধে অভিযোগপত্র পেশ করেছে তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে ২২ হাজার কোটির কর মামলা জিতল ভোডাফোন
ইডি সূত্রে খবর, লন্ডনে ৭৭ সাউথ অডলি স্ট্রিটে অ্য়াপার্টমেন্ট ১-এ রানার ফ্ল্য়াট অ্য়াটাচ করা হয়েছে। ওই ফ্ল্য়াটটির বাজারমূল্য় ১৩.৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা ১২৭ কোটি টাকা।
ইডি জানিয়েছে, ২০১৭ সালে ভারতীয় মুদ্রায় ৯৩ কোটি টাকায় ওই ফ্ল্য়াটটি কেনেন রানা। ডিওআইটি ক্রিয়েশনস জার্সি লিমিটিডের নামে ওই ফ্ল্য়াটটি কেনা হয়। তদন্ত চালাতে গিয়ে ভারত ও বিদেশে কাপুর পরিবারের ৪০টি সম্পত্তিকে চিহ্নিত করেছে ইডি। এর আগে, এই মামলায় ২ হাজার কোটির সম্পত্তি অ্য়াটাচ করেছিল তদন্তকারী সংস্থা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন