Advertisment

‘না শোধরালে, আপনাদের রাম নাম সত্য় যাত্রা হবে’, লাভ জিহাদ নিয়ে যোগীর হুঙ্কার

‘‘এলাহাবাদ হাইকোর্ট বলেছে, বিয়ের জন্য় ধর্ম বদলের প্রয়োজন নেই। লাভ জিহাদ রুখতে কাজ করবে সরকার, আমরা আইন প্রণয়ন করব’’।

author-image
IE Bangla Web Desk
New Update
যোগী আদিত্য়নাথ, Yogi Adityanath

যোগী আদিত্যনাথ

‘লাভ জিহাদ’ নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্য়নাথ। ‘‘পরিচয় গোপন করে যাঁরা আমাদের বোনেদের সম্মান নিয়ে ছিনিবিনি খেলবেন...তাঁদের জীবন শেষ করা হবে’’, এ ভাষাতেই হুঙ্কার কেড়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী। বিয়ের জন্য় ধর্মান্তকরণ আবশ্য়ক নয়, সম্প্রতি এমনটাই বলেছে এলাহাবাদ হাইকোর্ট। আদালতের সেই বক্তব্য় তুলে ধরে যোগী বলেছেন, লাভ জিহাদ রুখতে তাঁর সরকার কঠোর আইন প্রণয়ন করবে।

Advertisment

জৌনপুরে এক সভায় আদিত্য়নাথ বলেছেন, ‘‘এলাহাবাদ হাইকোর্ট বলেছে, বিয়ের জন্য় ধর্ম বদলের প্রয়োজন নেই। লাভ জিহাদ রুখতে কাজ করবে সরকার, আমরা আইন প্রণয়ন করব’’।

আরও পড়ুন: প্রত্যেকেই করসেবার সুযোগ পাবেন, রাম মন্দির নিয়ে বড় ঘোষণা যোগীর

এরপরই হুঁশিয়ারির সুরে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী বলেছেন, ‘‘আমি তাঁদের সাবধান করছি, যাঁরা পরিচয় গোপন করে আমাদের বোনের সম্মান নিয়ে খেলেন। যদি আপনারা নিজেদের না শোধরান, তাহলে আপনাদের ‘রাম নাম সত্য়’ যাত্রা শুরু হবে’’।

উল্লেখ্য়, লাভ জিহাদের ঘটনা রুখতে গত অগাস্ট মাসে সে রাজ্য়ের স্বরাষ্ট্র দফতরের শীর্ষ আধিকারিকদের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্য়নাথ। লাভ জিহাদের মতো একাধিক ঘটনা ঘটেছে যোগী রাজ্য়ে। তারপরই এমন পদক্ষেপ যোগী সরকারের।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

yogi adityanath
Advertisment